পেট্রোপণ্যের ক্রমশ ঊর্ধ্বমুখী দামের জেরে প্রভাব পড়তে শুরু করেছে বাজারে

শিলিগুড়ি: বিগত দুই মাস ধরে পেট্রোপণ্যের দাম ক্রমশ ঊর্ধ্বমুখী, সেই কারণে পাল্লা দিয়ে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। প্রায় প্রতিদিনই বাড়ছে সবজির দাম। তবে সাধারণ মানুষের আয় কিন্তু সেই অনুপাতে বৃদ্ধি পায়নি, সেই জন্য বাজারের উপর প্রভাব পড়তে শুরু করেছে।

    শিলিগুড়ির চম্পাসারি বাজার

    শিলিগুড়ি চাম্পাসারি বাজার অন্যতম বাজারের মধ্যে একটা, এখানকার সবজি ব্যবসায়ীদের কয়েক মাস আগেও ভালোই আয় হতো। কিন্তু এখন দেখা যাচ্ছে অধিকাংশ সবজি ব্যবসায়ীদের দৈনিক ৫০০টাকা আয় হচ্ছে না। স্বাভাবিক কারণে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাদের।

    খুদী্রামপল্লী বাজার

    এই বাজারে মূলত সবজির জন্য প্রশিদ্ধ, মাস দুয়েক আগেও অনেকেই আসতেন এই বাজার থেকে সবজি কিনতে। কিন্তু বর্তমানের সবজির দাম এতটাই বেড়ে গিয়েছে ক্রেতাদের দেখা মিলছে না।

    বাঁধাকপির কেজিপ্রতি দাম ৪০ থেকে ৫০ টাকা হয়েছে, বেগুনের দাম তো আরো বেশি। ৬০ টাকা কেজি হিসাবে বেগুন বিক্রি হচ্ছে। গাজরের দাম বেড়ে দাঁড়িয়েছে ৬০ টাকা কেজিপ্রতি। শাকসবজির এত দাম বেড়ে গিয়েছে যে শিলিগুড়ি বাজারগুলোতে ক্রেতাদের সংখ্যা অনেকটাই কমে গেছে। এই প্রসঙ্গে সবজি ব্যবসায়ীরা জানিয়েছেন মানুষের আয় বাড়েনি কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে। আয় বৃদ্ধি না হওয়ার কারণে সবজি বেশি দাম দিয়ে কিনতে পারছেন না ক্রেতারা।