|
---|
নিজস্ব সংবাদদাতা: উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে মেডিসিন বিভাগের এমপি তে ১৪ টি আসন বাড়ানোর ছাড়পত্র দিয়েছে ন্যাশনাল মেডিকেল কমিশন । সেই ছাড়পত্র পেতেই খুশি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ । এর আগে চারটি আসন ছিল এমডিতে । এখন ১৪ টি আসন বাড়ানোর কথা বলা হয়েছে । এই আসন বাড়ানোর আবেদন করে দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা চিঠি দিয়েছিলেন ।
পরবর্তীতে সাংসদ কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠিয়েছিলেন বলে জানান শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ । এই দাবি পূরণ হওয়ায় কেন্দ্রীয় সরকারকে ও ধন্যবাদ জানান শঙ্কর বাবু । রবিবার এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে তিনি জানান এর আগেও মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফে আসন সংখ্যা বাড়ানোর দাবি এসেছিল । পরবর্তীতে আসন বাড়ানোর দাবিতে চিঠিও পাঠানো হয় বলে জানা গেছে।আসন বাড়লে সুবিধা আসলে বাড়বে সাধারন মানুষেরই জানিয়েছেন ডাক্তারেরা।