মনিপুরের ঘটনার প্রতিবাদে শিলিগুড়ি রাজপথে আইএনটিটিইউসির মিছিল 

নিজস্ব সংবাদদাতা : আজ দার্জিলিং জেলা সমতল আইএনটিটিইউসির একটি মিছিলের আয়োজন করা হয়। উল্লেখ্য মণিপুরের পাশবিক ও নিন্দনীয় ঘটনায় বিজেপি তথা কেন্দ্র- সরকারের ব্যর্থতা

    এবং নীরবতার জন্য সংশ্লিষ্ট মিছিলের আয়োজন করা হয়। প্রসঙ্গত বুধবার দার্জিলিং জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মনিপুরের ঘটনার প্রতিবাদ জানিয়ে একটি মিছিলের আয়োজন করা হয়েছিল। মুখে কালো কাপড় পড়ে ও হাতে মোমবাতি নিয়ে মিছিলে অংশগ্রহণ করেছিলেন দার্জিলিং জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ।

     

     

    আজ বিকালে মনিপুরের ঘটনায় কেন্দ্র তথা বিজেপি সরকারের ব্যর্থতা এবং নীরবতার জন্য আইএনটিটিইউসি তরফ থেকে একটি মিছিল করা হয় শিলিগুড়ি রাজপথে। মিছিলটি এয়ার ভিউ মোর থেকে শুরু হয়ে ভেনাস মোড়ে এগিয়ে যায়। উপস্থিত হয়েছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পাপিয়া ঘোষ , এছাড়া আরো উপস্থিত হয়েছিলেন অন্যান্য নেতৃত্ববৃন্দ।