|
---|
নিজস্ব সংবাদদাতা : প্রবল বৃষ্টিপাত হচ্ছে ভুটান পাহাড়ে, সেখান থেকে নেমে আসছে জল,কাঁদায় বিপর্যস্ত ভারতের জয়ঁগাও। ভুটান গামী সড়ক সাথে জয়ঁগাওর বাসস্ট্যান্ড এলাকায় জমেছে এক হাঁটু কাদা। ভুটান পাহাড়ে ভারী বৃষ্টিপাত চলছে, বৃষ্টির ফলে অনবরত কাদামাটি নেমে আসছে, জমা হয়েছে জয়ঁগাও বাসস্ট্যান্ড এলাকায় ভুটান গামী প্রধান সড়কে। প্রসঙ্গত বর্তমানে ওই সড়ক দিয়ে যান চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে , ছোটো গাড়ি গুলি কোনরকমে যাতায়াত করছেন । বাসস্ট্যান্ড এলাকায় এক হাটু কাদা জমে রয়েছে ,কয়েকটি ট্রাক কাদায় আটকে পড়েছে কাদায়। যার ফলে ওই এলাকায় যানজট তৈরি হয়েছে। জয়ঁগা বাসস্ট্যান্ড থেকে মঙলাবাড়ি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তায় গাড়ির লম্বা লাইন পড়েছে । প্রতিবছর বর্ষার শুরুতেই ভুটান পাহাড়ে বৃষ্টি শুরু হওয়া মাত্রই, পাহাড়ের গা বেয়ে নেমে আসতে থাকে জল কাদা, বিপর্যস্ত হয়ে পড়ে ভারতের জয়গাঁও এলাকা। চরম দুর্ভোগ এর মধ্যে পড়ে যান এলাকাবাসী থেকে শুরু করে পর্যটক ও ব্যবসায়ীদের। এই সমস্যার সমাধান কি করে সম্ভব তার উত্তরই খুঁজে বেড়াচ্ছে এলাকাবাসী।