|
---|
শিলিগুড়ি: নেশার জন্য ব্যবহারকারী ৫০৮ টি ক্যাপসুল সহ গ্রেপ্তার ১ । মঙ্গলবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে পুলিশ ৫০৮ উইন্ডলাস উইনস্পাসমো ফোর্থ ক্যাপসুল সহ একজনকে গ্রেপ্তার করে ।
পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম বিনোদ রায় (৩০) । তিনি কার্শিয়াঙের পারিজাত নগরের বাসিন্দা বলে জানা গেছে। সেবক পুলিশ ফাঁড়ির পুলিশ জানিয়েছে , জিজ্ঞাসাবাদের পর অভিযুক্ত বলেছে যে সে এই ক্যাপসুল গুলো শিলিগুড়ি থেকে সেবক ও কার্শিয়াঙে বিক্রি করার জন্য কিনে এনেছিল । বুধবার অভিযুক্তকে কার্শিয়াঙ আদালতে তোলা হয়।তাকে জেরা করে জানার চেষ্টা করা হচ্ছে সে কি এই কাজ একাই করত নাকি তার সাথে অন্য কেউ জড়িয়ে আছে।তবে মনে করা হচ্ছে শিলিগুড়িতে না হলেও তার সাথে বাইরের কেউ এই পাচার কান্ডের সাথে জড়িত ছিল।তবে সবই অনুমান বলে জানা গেছে।