|
---|
শিলিগুড়ি: দিনদিন ঊর্ধ্বমুখী হচ্ছে পেট্রোল ও ডিজেলের মূল্য । যার প্রভাব পড়েছে আম বাঙালির । বুধবার এই মূল্য বৃদ্ধির প্রভাব লক্ষ্য করা গেল শিলিগুড়ি বিধান মার্কেট এর বাজারেও । প্রতিদিনের তুলনায় বাজার রয়েছে অনেকটাই ফাঁকা ।
সবজি থেকে শুরু করে চাল ডাল কিনতে আসা ক্রেতাদের মধ্যে লক্ষ্য করা গেল মিশ্র প্রতিক্রিয়া । কেউ কেউ জানালেন বিগত কয়েকদিনে দাম বেড়েছে খাদ্য সামগ্রীর তবে তেমন ভাবে প্রভাব পড়েনি সবজি বাজারে আবার কেউ কেউ জানান , তেমন ভাবে জিনিস পত্রের মূল্যবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে না শিলিগুড়ির বাজারে । কিছু কিছু বিক্রেতাদের দাবি মানুষের লাগামে রয়েছে সব জিনিসের মূল্য বেড়েই চলেছে।সকালে চালের দাম এক থাকে সন্ধ্যায় আরেক দাম হয়ে যায়।শুধু চালই নয় তেলের দামও বেড়েই চলেছে দিনের পর দিন। যার ফলে শিলিগুড়ির বাজারগুলির অবস্থা একেবারেই শোচনীয়।লোকজন প্রায় নেই বললেই চলে বাজারে ।