ডায়মন্ড হারবার ফকির চাঁদ কলেজে ভোট গণনা কেন্দ্রের বাহিরে বাম, আই,এস,এফ ও শাসক দলের মধ্যে সংঘর্ষে উত্তাল

বাইজিদ মণ্ডল ডায়মন্ড ওয়ার্ল্ড:-ভোট গণনার বাহিরে বাম,আই,এস,এফ ও শাসক দলের মধ্যে সংঘর্ষে উত্তাল ডায়মন্ড হারবার শহরে। সূত্রে জানা যায় ফকির চাঁদ কলেজে ভোট গণনা কেন্দ্রে বিরোধী রেজেন ও সমর্থকদের প্রবেশ করতে বাঁধা দেয় শাসক দল। তার বিরুদ্ধে ডায়মন্ড হারবার এ রাজ পথে বাম,আই,এফ,এফ এরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। উপস্থিত ছিলেন বাম এর রাজ্য নেতৃত্ব প্রতিকুর রহমান,ডায়মন্ড হারবার এর নেতৃত্ব দেবাশিস ও কালীদাস সহ অসংখ্য বিরোধী কর্মী সমর্থক রা। তৎক্ষণাৎ ঘটনাস্থলে এসডিপিও এবং সঙ্গে ডায়মন্ড হারবার পুলিশ বাহিনী পৌঁছে গিয়ে কেয়ক জন বিরোধী দলের কর্মী সমর্থক দের এরেস্ট করেন, পথ অবরোধ তুলে দিয়ে নিয়ন্ত্রন আনে। বিরোধী দের দাবি শাসক দলের কর্মী সমর্থক তাদের উপর চড়াও হয়,তার প্রতিবাদে এই পথ অবরোধ করা হয়। এখানে পুলিশ প্রশাসন শাসক দলের কর্মী সমর্থক দের এরেস্ট না করে বিনা অপরাধে বিরোধী দলের কর্মী সমর্থকদের এরেস্ট করেন। সেই নিয়ে রাজ্য নেতৃত্ব প্রতিকুর রহমান এদিন রাজ্য সরকারের উপর এক রাশ ক্ষোভ প্রকাশ করেন।