১৩ সেপ্টেম্বর বিরোধী জোট ইন্ডিয়ার কো অর্ডিনেশন কমিটির প্রথম বৈঠকে যোগ দেওয়ার কথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

নিজস্ব সংবাদদাতা : বিরোধী জোট ইন্ডিয়ার কো অর্ডিনেশন কমিটির প্রথম বৈঠক ১৩ সেপ্টেম্বর। ওই কমিটির সদস্য হিসাবে ওই দিনই দিল্লিতে বৈঠকে যোগ দেওয়ার কথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আর ওই একই দিনে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠাল ইডি। রবিবার রাতে এই খবর নিজেই জানিয়েছেন অভিষেক। একই সঙ্গে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। জানিয়েছেন, ৫৬ ইঞ্চির ছাতির ভয় আর ভীরুতায় তিনি বিস্মিত। উল্লেখ্য, ৫৬ ইঞ্চির ছাতি শব্দ বন্ধটির সঙ্গে দেশের প্রধানমন্ত্রী মোদীর নামই জড়িয়ে রয়েছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহই বলেছিলেন, প্রধানমন্ত্রী মোদীর ছাতি ৫৬ ইঞ্চির।

    রবিবার রাত ৭টা ৫০ মিনিটে এক্স হ্যান্ডেলে অভিষেক লিখেছেন, ১৩ সেপ্টেম্বর দিল্লিতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র কো অর্ডিনেশেন কমিটির প্রথম বৈঠক। যে কমিটির একজন সদস্য আমি। আর কী আশ্চর্যও ওই একই দিনে আমাকে হাজিরা দেওয়ার নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এই মাত্র সেই নোটিস আমার কাছে এসে পৌঁছল। বলতে বাধ্য হচ্ছি, ৫৬ ইঞ্চির ছাতির কাপুরুষত্ব আর অস্বস্তি দেখে আমি বিস্মিত।