চিত্র সংস্কৃতির দেশে মিলে গেল দুই বাংলা

সুবিদ আলী মোল্লা, উত্তর চব্বিশ পরগনা : গত শুক্রবার, ২৪ শে মার্চ ,২০২৩ সকাল ১০ টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত, আরম্ভ পাবলিশার্স আর বারাসাত অ্যাকাডেমি অফ কালচারের উদ্যোগে আরম্ভ-র সভাকক্ষে উৎসাহ সহকারে তুলি ধরলেন দুই বাংলার বহু গুণী চিত্রকররা। মুহূর্তে যেন কাঁটা তারের বেড়া সরে গিয়ে চিত্রীরা তাঁদের তুলির টানে দুই বাংলার মিলন সেতু রচনা করলেন। সকল সঙ্কট অতিক্রম করে সমবেত ছবি আঁকার ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে তারা যেন অঙ্গীকারবদ্ধ।কেউ কেউ অপেক্ষাকৃত বহু অভিজ্ঞতায় সমৃদ্ধ,বয়সের ভারকে অগ্রাহ্য করে তাঁরা যেভাবে আঁকলেন, চিত্রপটে নির্মাণ করলেন রূপকল্প আর প্রতিমা, তা অক্লান্ত চিত্রশর্ত পালনের অঙ্গীকার ফুটে উঠেছে ছবির বর্ণময় হরফে। চিত্র শিবিরে গুণী চিত্রীদের অভিবাদন জানাতে উজ্জ্বল উপস্থিতি ছিল ম্যাক্সমূলার ভবনের গ্রন্থগারিক ও চলচ্চিত্র সংগ্রহশালার আধিকারিক সূর্যোদয় চট্টোপাধ্যায়, জার্মান দূতাবাসের জনসংযোগ আধিকারিক শরণ্য চট্টোপাধ্যায় এবং বাংলাদেশ উপদূতাবাসের প্রেস সচিব রঞ্জন সেন প্রমুখের। বিশিষ্ঠ শিল্প সংগঠক গৌতম ঘোষ সহ তাঁদের উপস্থিতি আর শুভেচ্ছার আন্তরিকতায় মুগ্ধ শিল্পীরা।

    আরম্ভ-র সভকক্ষে কখনো বা আর্ট গ্যালারিতে ২০০৮ সাল থেকে ২০২০ পর্যন্ত একক অথবা সমবেতভাবে ছবি এঁকেছেন শাহাবুদ্দিন, বিজয় চৌধুরি, প্রকাশ কর্মকার, ইসা মহম্মদ, ওয়াসিম কাপুরের মতো বিশ্ববরেণ্য শিল্পীরা। আজ আবার যেন তাদের স-মহিমায় ফিরিয়ে আনলেন বারাসাত অ্যাকাডেমির কর্ণধার তৈয়বউল ইসলাম, প্রশান্ত কুমার বসু, প্রদীপ কুমার রক্ষিত, মানিক দেবনাথ, সোনিয়া বিনতে হাসান, মাহমুদা মিম, দেব সরকার, নাসিমা খাতুন সহ চিত্রশিল্পের বহু নবীন প্রতিভা। ২০০৮ সালে কয়েক হাজার দর্শক-শ্রোতা শিল্পীদের সমাগমে আরম্ভ আর্ট গ্যালারি উদ্বোধন করেছিলেন ভারতের ভূতপূর্ব রাষ্ট্রপতি (তখনকার অর্থমন্ত্রী) প্রণব মুখোপাধ্যায়, ভারী শিল্প দফতরের কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেব, চিত্র নির্মাতা মৃণাল সেন, প্রাক্তন সাংসদ আহমেদ সৈয়দ মালিহাবাদী, লেখক দেবেশ রায়-এর মতো সংস্কৃতিবান মানুষেরা । সেদিনের উৎসব মুখর ছবি তুলে ধরে আরম্ভ ডিজিটালের প্রকাশক লালন বাহার শুক্রবার বলেছেন, ঐতিহ্য টিকিয়ে রাখবার প্রয়াস আমাদের থামবে না। রাজনৈতিক মানচিত্রে দেশ ভাগ হলেও সাংস্কৃতিক অখণ্ডতাকে টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের সবার। সেই লক্ষ্যেই চিত্রকর ,সাহিত্যিক, কবি এবং বিভিন্ন মাধ্যমের শিল্পীদের নিয়ে আরম্ভ পথ চলছে, বিরামহীন সে যাত্রা।