|
---|
দেবজিৎ মুখার্জি, কলকাতা: তিনিই বাংলার মুখ। প্রিন্স অফ ক্যালকাটা। সকলের প্রিয় ‘দাদা’। তাই তাঁর উপরই আস্থা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। মঙ্গলবার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করলেন মমতা।
দীর্ঘদিন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। তবে সম্প্রতি মমতা জানিয়েছিলেন, নানা ব্যবস্তার জন্য শাহরুখ বাংলায় বিশেষ সময় দিতে পারছেন না। তাই তাঁর পরিবর্তে বেছে নেওয়া হয়েছিল বাংলার অভিনেতা দেবকে। তবে এদিন মমতা স্পষ্ট করে দেন, বাংলার নয়া ব্র্যান্ড অ্যাম্বাসাডর প্রাক্তন ভারত অধিনায়কই।