|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: সোমবারই লখিমপুর কাণ্ডে মূল অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্রর জামিন খারিজ করেছে সুপ্রিম কোর্ট। আর সেই লখিমপুরেই ঘটলো প্রায় একই কান্ড। এবার বিজেপি বিধায়ক যোগেশ বর্মার স্ত্রী নীলম বর্মার গাড়ির ধাক্কায় বাহরাইচ হাইওয়েতে মৃত্যু হলো দুই বাইক আরোহীর। যদিও সেই সময় গাড়িতে ছিলেন না বিধায়ক।
জানা গেছে, মৃতেরা কিরাতপুরের বাসিন্দা। গাড়ির চালককে গ্রেপ্তার করেছে পুলিশ এবং বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটিকে।