|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: বিতর্কের ঝড় বইছে গোটা দেশে। প্রশ্ন উঠছে “এবার কি তাহলে ‘মুক্তচিন্তা’ ও ‘বিরোধী কণ্ঠে’ আইনের লাগাম পরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে সরকার?”
রবিবার, কাশ্মীর ইউনিভার্সিটি ফার্মাসিইউটিক্যাল সায়েন্সের ৩৯ বছরের পিএচডি ছাত্র আবদুল আলা ফাজিলিকে গ্রেফতার করল কাশ্মীর পুলিশ।
কিন্তু কেন? জানা গেছে, পড়াশোনার পাশাপাশি উপত্যকার রাজনৈতিক পরিস্থিতি নিয়েও লেখালেখি করেন তিনি। ২০১১ সালের ৬ নভেম্বর ‘দ্য কাশ্মীর ওয়ালা’ নামের অনলাইন নিউজ ম্যাগাজিনে ‘দাসত্বের শৃঙ্খল ভাঙবে’ প্রতিবেদনটিকে ঘিরে সমস্যা।
জম্মু ও কাশ্মীর পুলিশের সদ্য গঠিত ‘স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি’র দাবি এই আর্টিকেল উস্কানিমূলক এবং দেশদ্রোহের কথা বলা হয়েছে।
একইসাথে ‘দ্য কাশ্মীর ওয়ালা’র এডিটর ফাহাদ শাহর বাড়িতেও তল্লাশি চালান গোয়েন্দারা। তদন্তকারীদের দাবি, তল্লাশি চালিয়ে বেশ কিছু উসকানি মূলক নথি-সহ ল্যাপটপ ও হার্ডড্রাইভ উদ্ধার করা হয়েছে।