|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে তৈরি হয়েছে ভয়াবহ পরিস্থিতি। এমনই পরিস্থিতিতে প্রকাশ্যে এসেছে এক অডিও ক্লিপ যেখানে শোনা যাচ্ছে, এক রুশ সৈনিক রোমান বাইকোভস্কিকে ইউক্রেনীয় মেয়েদের ধর্ষণ করতে বলছেন তাঁর স্ত্রী ওলগা বাইকোভস্কায়া। শুধু তাই নয়, ধর্ষণের সময় গর্ভনিরোধক ব্যবহার করার পরামর্শও দিতে শোনা যায় তাঁকে।
ইউক্রেনীয় গোয়েন্দাদের দাবি, ওই দু’টি মোবাইল নম্বর রাশিয়ার নেটওয়ার্কের। দু’জনেই রাশিয়ার ওরালের বাসিন্দা।
অন্যদিকে ভয়াবহ ছবি উঠে এসেছে ইউক্রেনের বুচা শহরেও। ইউক্রেনের তরফে জানানো হয়েছে, বহু মহিলাকেই বুচা বেসমেন্টে আটক করে রেখেছিল রুশ বাহিনী। তাঁদের মধ্যে অনেকেই এই মুহূর্তে অন্তঃসত্ত্বা।