রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: প্রাণ হারালেন ইউক্রেনের দুই তরুণ ফুটবলার; প্যারিসের এক মিউজিয়াম থেকে সরানো হল পুতিন মূর্তি

নতুন গতি নিউজ ডেস্ক: এবার রাশিয়ার হামলায় প্রাণ হারালেন ইউক্রেনের দুই তরুণ ফুটবলার – ভিতালি সাপিলো ও দিমিত্রো মার্তিনেঙ্কো।

    পেশাদার ফুটবলারদের আন্তর্জাতিক সংগঠন ফিফপ্রো সোশ্যাল মিডিয়ায় জানান “ইউক্রেনের তরুণ ফুটবলার ভিতালি সাপিলো ও দিমিত্রো মার্তিনেঙ্কোর পরিবার, বন্ধু ও সতীর্থদের প্রতি আমাদের সমবেদনা। এই যুদ্ধে ফুটবলের প্রথম ক্ষতি তারা। তাদের আত্মা শান্তিতে হোক।”

    এক সংবাদমাধ্যমের সূত্রের দ্বারা জানা যায় সাপিলো যুদ্ধে ট্যাংক কমান্ডার হিসেবে অংশগ্রহণ করেছিলেন এবং কিয়েভকে রক্ষা করতে গিয়ে তিনি মারা যান। নিজেদের বাড়িতে থাকার সময়ে বোমা হামলায় মার্তিনেঙ্কো ও তার মা নিহত হন।

    অন্যদিকে প্যারিসের একটি মিউজিয়াম থেকে সরানো হল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মূর্তি। সংগ্রহশালাটির ডিরেক্টর ডেলহমমেউ বলেন, “গ্রেভিন মিউজিয়ামে হিটলারের মতো একনায়কদের আমরা কখনও স্থান দিইনি। তাই এবার পুতিনের মূর্তিটি সরিয়ে দেওয়া হল।”

    এছাড়াও জানা যায় ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই সংগ্রহশালাটিতে পুতিনের মূর্তি প্রদর্শনের তীব্র প্রতিবাদ জানান বহু পর্যটক। তারপরই এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূর্তিটিকে ভেঙে ফেলার চেষ্টাও করেছেন বেশ কয়েকজন। এই বিষয়ে মিউজিয়ামের ডিরেক্টর খানিকটা মজার ছলেই বলেন “এবার রোজ রোজ পুতিনের জামা ও চুল ঠিক করতে হবে না আমাদের।”

    জানা যায় পুতিনের মূর্তি সরিয়ে সেই জায়গায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মূর্তি বসানো হতে পারে। এই বিষয়ে গ্রেভিন মিউজিয়ামের ডিরেক্টর বলেন “হয়তো পুতিনের জায়গা নেবেন জেলেনস্কি। ময়দান ছেড়ে না পালিয়ে এবং দেশের হয়ে লড়াই চালিয়ে তিনি এখন হিরো। ইতিহাসের মহানায়কদের মধ্যে জায়গা করে নেবেন তিনি।”