|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: বৃহস্পতিবার বারাণসীর ঘাটে দাঁড়িয়ে সমাজবাদী পার্টির হয়ে প্রচার করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ দফার প্রচারে বিজেপির উদ্দেশ্যে বাবরি মসজিদ ধ্বংসের সময়কার স্লোগান ফিরিয়ে আনলেন তিনি।
প্রচারে তিনি হটাৎ বলে উঠলেন “এক ধাক্কা অউর দো। পুরা ইউপি সে ফেক দো।” তিনি বললেন “পুরো উত্তরপ্রদেশ থেকে বিজেপিকে উপড়ে ফেলুন।”
বুধবার সন্ধেয় বারাণসীতে পা দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। এদিনের সভা থেকে তার জবাব দিয়ে মমতা বললেন “বিজেপি হারবে জেনেই আমাকে এখান থেকে ফেরাতে চায়। কিন্তু জেনে রাখুন, আমাকে এভাবে ভয় দেখানো যাবে না। আমি ভীতু নই। জীবনে প্রচুরবার হামলার মুখে পড়েছি আমি। সামনে থেকে লড়েছি। আমাকে হারানো, ভয় পাওয়ানো এত সহজ নয়।”
এদিন বারানসি সভা থেকে সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব বলেন “মমতাকে দেখেই হারের ভয় পাচ্ছে বিজেপি। বাংলায় ভয়ংকর সেই হারের স্মৃতি মনে পড়ে যাচ্ছে ওদের।”
তিনি আরো বলেন “মমতা বাংলায় ঐতিহাসিক লড়াই করেছেন। বিজেপি ওখানে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। সেই ভোটও মমতা জিতে এসেছেন। আপনি এখানে আসায় শুধু যে আমরাই আত্মবিশ্বাস পেলাম তাই নয়, শুধু যে সমাজবাদী পার্টির কর্মীরাই আত্মবিশ্বাস পেল তাই নয়, গোটা রাজ্য ভরসা পেল।”
অখিলেশের দাবি প্রথম পাঁচ পর্বের নির্বাচনেই বিজেপি বুঝে গিয়েছে ওরা হারছে। শেষ দু’পর্বে সমাজবাদী পার্টি জোট এত আসন পাবে, যেটা বিজেপি ভাবতেই পারবে না। মানুষ বিজেপি সরকারকে সরানোর ব্যাপারে মনস্থির করে ফেলেছে।