|
---|
শিলিগুড়ি: দশ লক্ষ টাকার জাল নোট সহ আজ দুজনকে আটক করল শিলিগুড়ির এন জেপী পুলিশ।আজ দুপুর একটার সময় এন জেপী পুলিশ জাল নোট সহ দুজনকে আটক করল এন জেপী ষ্টেশন থেকে।দুজনই বিহারের বাসিন্দা।
শিলিগুড়ির প্রধাননগর থেকে দুজনে জাল নোটের কারবার করত।আজ সকালে যখন তারা এনজেপী ষ্টেশনের সামনে অপেক্ষা করছিল কারো জন্য তখনই পুলিশের একটি বিশাল দল জাল নোট সমেত তাদের আটক করে।আটক দুজনের নাম রাজু চৌধুরী এবং রাজেশ খৈতান।এরা শিলিগুড়ি থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় জাল নোট পাচার করত।এদের কাছে জাল নোট ছাড়াও বেশ কয়েকটি মোবাইল এবং চার্জার পাওয়া গেছে।আটক দুজনকে কাল শিলিগুড়ি আদালতে তোলা হবে বলে খবরে জানা গেছে।