পাঁচড়া অঞ্চল তৃৃনমূলের কর্মী সম্মেলনে উপস্থিত সাংসদ শতাব্দী রায়

নতুন গতি: আগামী গ্রাম পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে দলকে মজবুত ও কর্মীদের মনোবল বাড়াতে এবং জনসাধারণের মধ্যে নিবিড় সম্পর্ক গড়ার যে দলীয় নির্দেশ দেওয়া হয়েছে, তারই পরিপ্রক্ষিতে শনিবার খয়রাসোল ব্লকের পাঁচড়া অঞ্চল তৃনমূল কংগ্রেসের উদ্যোগে স্থানীয় পঞ্চায়েতের ২৩ টি বুথ থেকে ৬০ জন করে পুরুষ ও ৪০ জন করে মহিলা তৃনমূল কর্মীদের নিয়ে পাঁচড়া হাইস্কুল চত্বরে বুথ ভিত্তিক অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয়।মঞ্চে উপস্থিত তৃনমূল নেতৃত্বগন দলীয় কর্মীদের উদ্যেশ্যে বলেন আপনারা সবসময় সাধারন মানুষের পাশে থাকুন,মানুষই সব,সাধারন মানুষই আমাদের মঞ্চে বসিয়েছেন তাই মানুষের সেবা করুন।সাধারণ মানুষের বাড়ীতে যান, তাদের অভাব অভাব অভিযোগের কথা শুনুন।মুখ্যমন্ত্রীর জনমুখী প্রকল্পের কথা প্রচার করুন,কেউ বঞ্চিত হয়ে থাকলে তার প্রতিকার বা ব্যবস্থা করুন।মানুষ মাত্রেই ভূল হয় আমরা সেই ভূলের মাশুল গুনেছি গত বিধানসভা নির্বাচনে।মুখ্যমন্ত্রী যে ভাবে মানুষের জন্য কাজ করে চলেছেন তাহা নিয়ে কারো কোনো ক্ষোভ থাকার কথা নয়।সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে একত্রে এগিয়ে চলুন,মানুষের পাশে থাকুন,তাদের কাজ করুন,জনগন ও আমাদের সাথে সাথ দিবে।এদিন অঞ্চল সম্মেলনে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃনমূলের সাধারণ সম্পাদক সূদীপ্ত ঘোষ,বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়, জেলা তৃনমূল কংগ্রেসের সহসভাপতি মলয় মুখোপাধ্যায়,জেলা যুব তৃনমূলের সভাপতি দেবব্রত সাহা,জেলা পরিষদ সদস্যা আঁখি অধিকারী,জেলা এস সি এস টি সেলের সভাপতি নবগোপাল বাউরী, খয়রাশোল ব্লক তৃনমূল কংগ্রেস সভাপতি কাঞ্চন অধিকারী,খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার সাহা,সহ সভাপতি অসীমা ধীবর,ব্লক নেতৃত্ব সেখ জয়নাল, কাঞ্চন দে, পাঁচড়া অঞ্চল পরিচালন কমিটির সভাপতি সৌগত মুখার্জী ও চেয়ারম্যান কিশোর মন্ডল সহ অন্যান্য নেতৃত্বগন। আজকের অনুষ্ঠান সম্পর্কে একান্ত সাক্ষাৎকারে খয়রাশোল পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি শ্যামল গায়েন বলেন।