মিল্টন রশিদের শান্তিপূর্ণ ধরনায় সামিল হলেন প্রাপ্তন রাষ্ট্র পতির ছেলে অভিজিৎ মুখার্জি ও প্রাক্তন বাম সাংসদ রামচন্দ্র ডােম

 NO-NRC

    NO-CAB

    NO-CAA
    আজিম সেখ, নতুন গতি, বীরভূম : লাগাতার ৩দিন ধরে রামপুরহাট মহকুমাশাসকের দফতরের সামনে ধরনা মঞ্চে বসে রয়েছেন কংগ্রেস বিধায়ক মিল্টন রশিদ। সহ কংগ্রেস কর্মী-সমর্থকরা। এরমধ্যেই প্রাক্তন বাম সাংসদ রামচন্দ্র ডােম ওইধরনা মঞ্চে হাজির হয়ে মিল্টন রশিদের সমর্থনে মানুষকে শান্তির বার্তা দেন। নিয়ম করে জেলার কংগ্রেস নেতা সহ জোট শরিক বামফ্রন্টের সকলেই এসেছেন। শুক্রবার বিকেলে হাজির হন রাজ্য কংগ্রেস নেতা তথা জঙ্গিপুরের প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখােপাধ্যায়। এদিন অভিজিৎ মুখােপাধ্যায় ধরনা মঞ্চে বসে জানান, “সিএএ ও এনআরসি নিয়ে রাজ্য সরকার দ্বিচারিতা করছে, আমাদের বিধায়ক মিল্টন রশিদের এই শান্তিপূর্ণ ধরনাকে সমর্থন করি, আমাদের দলের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে আবেদন করব কেউ যেন আন্দোলনের নামে বিশৃঙ্খলা না ছড়ায়। আমরা এনআরসি, সিএএ কোনােটাই সমর্থন করছি না। সাধারণ মানুষের হয়ে আমরা লড়াই করছি।’ তিনি আরাে জানান, ‘আমার সংসদ কেন্দ্র জঙ্গিপুরের অবস্থা ভালাে নয়। আমি সেখানে যাচ্ছি, এলাকার মানুষকে বােঝাচ্ছি এনআরসি, সিএএ বাতিলের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করুন। ধরনা মঞ্চ থেকেই কেন্দ্রীয় সরকারের এই আইন

    প্রণয়নের তীব্র বিরােধিতা করেন অভিজিৎ মুখােপাধ্যায়।