বিভিন্ন দুর্নিতীর প্রতিবাদে পৌরসভা অভিযান হবে, তাকে সামনে রেখে পদযাত্রা হয়।

নূর আহমেদ : ১৬ ডিসেম্বর মেমারি আগামী ২১ শে ডিসেম্বর পৌরসভার বিভিন্ন দুর্নিতীর প্রতিবাদে পৌরসভা অভিযান হয়, তাকে সামনে রেখে শনিবার পদযাত্রা হয়। সিপিআইএম মেমারি ১ পশ্চিন এরিয়া কমিটির উদ্যোগে শনিবার বিকেল ৩ টে নাগাদ মেমারি পৌরসভার ১ থেকে ৬ টি ওয়ার্ডকে নিয়ে ৫ নং ওয়ার্ড মাঠ পাড়া, কালী মন্দিরের সামনে জমায়েত হয়ে ২১ ডিসেম্বর বিভিন্ন দুর্নিতীর বিরুদ্ধে পৌরসভার ভিতরে অভিযান চলবে তাকে সামনে রেখে আজ পদ যাত্রা হয়। পদ যাত্রা মেমারি সুলতানপুর হয়ে ৬ টি ওয়ার্ড পরিক্রমা করে শেষ হয়। মিছিলে ছিলেন বর্ধমান জেলা কমিটির সদ্স্য সনৎ ব্যানার্জী পিয়ুষ বিশ্বাস পিন্টু ভট্টাচার্য জয়দেব ঘোষ প্রমুখ। মেমারি ১ পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক প্রশান্ত কুমার বলেন – পৌর উন্নয়নের স্বার্থে পৌরসভায় সর্বদলীয় কমিটি ও এলাকায় বেনিফিসায়ারী কমিটি গঠন করতে হবে। পৌরবাসীর যাতায়তের সুবিধার্থে পৌরসভার উদ্যোগে অবিলম্বে রেলের ফ্লাইওভার নির্মানের জন্য উদ্যোগ নিতে হবে। পৌরসভার অস্থায়ীকর্মীদের স্থায়ীকরণ করতে হবে। বাডি তৈরির প্লান অনুমোদন, জমি-বাড়ির মিউটেশন, পানীয় জলের সংযোগ প্রভৃতি ক্ষেত্রে বেআইনি অর্থ আদায় করা চলবে না।