|
---|
লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : প্রতিবছরের মত এবারও বর্ধমান ছন্দম আয়োজন করেছিল আন্তর্জাতিক উদয় শঙ্কর নৃত্য উৎসব। অনুষ্ঠানটি হয় বর্ধমান রবীন্দ্রভবন প্রেক্ষাগৃহে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক রাম সংকর মন্ডল, বর্ধমান মহিলা থানার আইসি বনানী রায়, ছন্দম সভাপতি অধ্যাপক ডক্টর সমীর চ্যাটার্জী, সাহিত্য পরিষদের সম্পাদক কাশীনাথ গাঙ্গুলী, বিশিষ্ট সাংবাদিক ও সঞ্চালক শ্যামাপ্রসাদ চৌধুরী, শিক্ষারত্ন প্রাপক তাপস কুমার পাল, সুবিমল মুখার্জি, প্রীতিলতা ব্যানার্জি, ডা: সৌমিক ঘোষ। বিগত বছরগুলিতে উদয় সংকট নৃত্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং অংশগ্রহণ করেন পদ্মভূষণ অমলা শংকর, অলকানন্দ সরকার, ডক্টর মহুয়া মুখোপাধ্যায়, শান্তি বসু অজিত সান্যাল লায়লা হাসান , পাষাণ ইমাম প্রমুখ বিশিষ্ট ব্যক্তিগণ। অনুষ্ঠানের উদ্যোক্তা ছন্দম এর অধ্যক্ষ নৃত্যশিল্পী মেহেবুব হাসান বলেন, বিগত তিন দশক ধরে আমরা এই উৎসব উদযাপন করে আসছি। উদয় সংকর আমাদের আচার্য, তাঁকে স্মরণ করার মধ্য দিয়ে নতুন প্রজন্ম এর কাছে তার নৃত্য ভাবনা আর ও প্রসারিত হয় এই উৎসবের মধ্য দিয়ে।এই অনুষ্ঠানে আমরা নৃত্যশিল্পী সরোজ খান এবং নৃত্যগুরু বিরজু মহারাজ স্মারক প্রদান করি। এই অনুষ্ঠানে একইসঙ্গে উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী ডক্টর অর্পিতা চ্যাটার্জী অর্জুন সাহা বোধিসত্ত্ব রাহুল, সুমি রায় কৃষ্ণা সাহা প্রমুখ। এই উৎসবে সারা বাংলার ৮৫ জন নৃত্যশিল্পী সহ নৃত্য গুরু পরিবেশন করে রবীন্দ্র নৃত্য, লোকনৃত্য, শাস্ত্রীয় সংগীত ইত্যাদি। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সঞ্চালক বিধানচন্দ্র দাস এবং আমিন মেহেবুব সৃজন। অনুষ্ঠানের সহযোগিতায় ছিল মুদ্রা নৃত্য চর্চা কেন্দ্র, বর্ধমান ড্যান্সারস গিল্ড, ইন্না রুকাইয়া মেহেবুব ও জেড ফাউন্ডেশন বাংলাদেশ।