কৃতী ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা কালিয়াচক কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে

নতুন গতি, কালিয়াচক: কালিয়াচক কলেজে ছাত্রছাত্রীরা প্রায় প্রত্যেক বছর গুণগত দিক থেকে ভালো রেজাল্ট করে বিশ্ববিদ্যালয়ে স্ট্যান্ড করে থাকে। এ বছরেও কলেজের ছাত্রী সুষমা সরকার বোটানি ডিপার্টমেন্ট থেকে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় তৃতীয় স্থান অধিকার করেছে। প্রত্যেক ডিপার্টমেন্টের ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা প্রথম স্থান অধিকার করেছে তাদের সকলকে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর দিনে সম্বর্ধনা দেওয়া হয়। নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এ সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ড: নাজিবর রহমান, বক্তব্য রাখেন কলেজের গভর্নিং বডির সভানেত্রী সাবিনা ইয়াসমিন, গভর্নিং বডির সদস্য সামিজুদ্দিন আহমেদ, জেলা পরিষদের বন সৃজন বিভাগের কর্মাধ্যক্ষ আব্দুর রহমান, জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষ ফিরোজ খান প্রমুখ।

    সভাপতির ভাষণে অধ্যক্ষ নাজিবর রহমান ছাত্র-ছাত্রীদের উৎকর্ষ শিক্ষা, কলেজে নিয়মিত শ্রেণীতে উপস্থিতি, নিয়মানুবর্তিতা এবং ভালো মানুষ হওয়ার ব্যাপারে সকলের প্রতি আহ্বান জানান। তিনি উল্লেখ করেন কালিয়াচক কলেজ ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল টিনের নির্মিত ঘর দিয়ে আজকে তিন তলা বিল্ডিং, ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরী, অন্যান্য বিষয়ের ল্যাবরেটরি, ভার্চুয়াল ক্লাসরুম, ডিজিটাল ক্লাসরুম, কনফারেন্স রুম, সহ অন্যান্য আধুনিক শিক্ষা সরঞ্জাম এর মাধ্যমে শিক্ষা প্রদান করছে।
    কালিয়াচক কলেজে ১১ হাজার ছাত্র ছাত্রী নিয়মিতভাবে শিক্ষা গ্রহণ করে, যা পশ্চিমবাংলায় সর্বাধিক সংখ্যক এনরলমেন্ট। ডিসটেন্স এডুকেশন এর মাধ্যমে বিভিন্ন বিষয়ে বিএ , এমএ পড়ানোর ব্যবস্থা করে মূলত এই এলাকার ছাত্রীদের বেশি সুবিধা হয়েছে ছাত্রদের তুলনায়।

    রাজ্য সরকারের মন্ত্রী এবং কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট সাবিনা ইয়াসমিন ছাত্রছাত্রীদের নিয়মানুবর্তিতা সহকারে ক্লাসে উপস্থিত হওয়ার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন কলেজের উন্নতিতে সবসময় পাশে থাকার অভিমত পোষণ করেন।