সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের শেষ মুহুরর্তের সভা শেষ হল আজ

     

    জাহির হোসেন মন্ডল, কলকাতা ঃ ১৯শে মে রাজ্যে শেষ দফার ভোট।বৃহস্পতিবার সংবিধানের ৩২৪ ধারা প্রয়োগ করে বাংলায় প্রচারের সময় ২০ ঘণ্টা কমিয়ে দিল কমিশন। সেই নির্দেশিকা অনুযায়ী আজ রাত দশটায় শেষ হচ্ছে সপ্তম দফার প্রচার ৷ যদিও ১৯ মে উপনির্বাচনের প্রচার থাকবে অব্যাহত ৷

    তার যেরে ১৬/০৫/২০১৯ অর্থাৎ আজ দঃ ২৪ পরগণার ডায়মন্ড হারবার শহরে সভা শেষ করলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন আসন্ন ডাঃ হাঃ লোকসভা পার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রমুখ। সকাল থেকে জোর কদমে চলছিলো প্রস্তুতি।প্রায় ১২টা ৩০মিঃ নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে বোকতৃতা রাখতে শুরু করেন। তারপর প্রায় ১টা৩০মিঃ নাগাদ জননেএী মমতা বন্দ্যোপাধ্যাযের কপ্টার মাটি ছোয়।

    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন নির্বাচন কমিশনকে আংশিকভাবে অভিযুক্ত করে বলেছিলেন, এটি “বিজেপির ভাই” এর মত আচরণ করছে। তিনি বলেন, বিজেপি পশ্চিমবঙ্গের ২00-বছর-বয়সী ঐতিহ্য ধ্বংস করেছে এবং দলকে সমর্থনকারীরা সমাজকে গ্রহণ করবে না।

    “গত রাতে আমরা জানতে পেরেছি যে বিজেপি ইসি নিয়ে অভিযোগ দায়ের করেছে যাতে আমরা নরেন্দ্র মোদির বৈঠকের পর কোনও বৈঠক করতে না পারি। ইসি এখন বিজেপির ভাই, আগে এটি একটি নিরপেক্ষ সংস্থা ছিল, এখন দেশের প্রত্যেকে বলেছে এটি বিজেপির জন্য ব্যাটিং করছে, “।

    তিনি আরও বলেন উনবিংশ শতাব্দীর বিখ্যাত সংস্কারক, ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের একটি মূর্তি ধ্বংস হয়ে গিয়েছিল এবং মঙ্গলবার তার নামে একটি কলেজে হামলা চালানো হয়েছিল। বিজেপি ও তৃণমূল কংগ্রেসের নেতারা মূর্তির সহিংসতা ও ধ্বংসের জন্য একে অপরকে দায়ী করেছেন।

    মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন যে, বিদ্যাসাগরের একটি নতুন মূর্তি একই স্থানে নির্মিত হবে এবং বলেছিল যে বিজেপি থেকে বিজেপিকে কোনও প্রয়োজন নেই।

    “তিনি (মোদি) উত্তর প্রদেশে বলেছেন যে তারা বিদ্যাসাগরের একটি মূর্তি গড়ে তুলবে। আমরা এটা গ্রহণ করব না। বিদ্যাসাগরের মূর্তি গড়ে তোলার জন্য বাংলার টাকা আছে … বাঙ্গালী আপনার কাছ থেকে ভিক্ষা চায় না, ” বলেছেন তিনি।

    জনগন এর উদ্দেশ্যে দিদি বলেন “সত্য কথা বলতে এবং জেলে যেতে প্রস্তুত” সে ভয় পায় না। বাকি তিন দিন মাথা ঠান্ডা রাখতে, সুস্ঠ ভাবে ভোট করতে। ৪২ শে ৪২ জয় ধ্বনি দিয়ে এবারের ডাঃ হাঃ এর লোকসভার প্রচার শেষ করেন তিনি ।