|
---|
রাহুল রায়,পূর্ব বর্ধমান। বর্ধমান জেলা সমবায় ইউনিয়ন, কাটোয়া শাখার পক্ষ থেকে নন্দীগ্রাম মুল গ্ৰাম সমবায় সমিতির উদ্যোগে সমিতির কৃষক সদস্য মধ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন জেলা সমবায় শিক্ষা নিদের্শক দিব্যেন্দু সাঁতরা, পশ্চম অঞ্চলের সমবায় শিক্ষা আধিকারিক গৌতম ভট্টাচার্য, বর্ধমান কেন্দ্রীয় সমবায় ব্যাংক কাটোয়া শাখার পক্ষ থেকে কে. দেবনাথ, সমবায় সমিতির ম্যানেজার হরিচরণ সামন্ত, সমবায় সমিতির সভাপতি মধুসূদন মন্ডল, সমবায় সমিতির সম্পাদক বাসুদেব রায়, সমবায় সমিতির বোর্ড সদস্য গৌতম রায়। সমবায় সমবায় সমিতির কৃষক সদস্যদেরকে সমিতি সংক্রান্ত বিষয়ে নিয়ে আলোচনা করা হয়।