|
---|
নতুন গতি, মেদিনীপুর : ঝাড়গ্রাম সেবা ভারতী মহাবিদ্যালয়ের নৃ-তত্ত্ব বিভাগের উদ্যোগে ও সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়ের নৃ- তত্ত্ব বিভাগের সহযোগীতায় একটি আন্তর্জাতিক ওয়েবনিয়ারের উদ্বোধন হলো গতকাল। এই আন্তর্জাতিক ওয়েবনিয়ারের উদ্বোধন করেন ঝাড়গ্রাম সাধূ রামচাদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অমিয় কুমার পাণ্ডা। নৃ-তাত্ত্বিক গবেষণা ও মহামারি বিষয়ে তিনদিনের আলোচনা চক্রে, উপাচার্য বলেন মহামারিতে নৃ-তাত্ত্বিকদের যথেষ্ট ভুমিকা আছে। অধ্যাপক দের আলোচনায় উঠে আসে “জৈবিক ও পরিবেশগত ফ্যাক্টর এই মহামারীর জন্য দায়ী ”
ওয়েবনিয়ারে স্বাগত ভাষণ দেন সেবা ভারতী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড: দেবী প্রসাদ সাউ। আন্তর্জাতিক আলোচনা চক্রের সম্পাদিকা অধ্যাপিকা রুবি আদক পাণ্ডা থিম নিয়ে প্রারম্ভিক ভাষন দেন। প্রধান আলোচক ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সমর কান্তি বিশ্বাস। আলোচনার চেয়ার ম্যান ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিধান কান্তি দাস। কেশপুর সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়ের অধ্যাপক ডঃ শান্তনু পাণ্ডা ধন্যবাদ জ্ঞাপন করেন । সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন সেবা ভারতী মহাবিদ্যালয়ের অধ্যাপিকা মৌসুমী মিত্র।
দ্বিতীয় দিনে আলোচনা করেন কোলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অরুপ রতন বন্দোপাধ্যায়,বাংলাদেশ রাজশাহি বিশ্ববিদ্যালয়ের
অধ্যাপক মহম্মদ গোলাম হাসিন। আলোচনার চেয়ারম্যান ছিলেন ওয়েস্ট বেঙ্ল স্টেট ইউনিভার্সিটিফ
অধ্যাপক সুবীর বিশ্বাস। তিন দিনের এই আন্তর্জাতিক আলোচনা চক্রের কনভেনর ও সম্পাদিকা ছিলেন রুবি আদক পাণ্ডা। যুগ্ম কনভেনর ডঃ অরুপ মজুমদার, সহ সম্পাদক ডঃ শান্তনু পাণ্ডা। এই আলোচনা চক্র চলবে আগামী কালও।