বর্ধমান রাইস মিল অ্যাসোসিয়েশনের পক্ষে সংবর্ধনা সভা

এম এস ইসলাম, বর্ধমান : পূর্ব বর্ধমান রাইস মিল অ্যাসোসিয়েশনের পক্ষে পূর্ব বর্ধমানের জেলা পরিষদের নবনির্বাচিত সভাধিপতি ও সহসভাধিপতি যথাক্রমে শ্যামা প্রসন্ন লোহার ও গার্গী নাহাকে সংবর্ধিত করল। রাইস মিল অ্যাসোসিয়েশনের বাদাম তলায় তাদের নিজস্ব অফিসে বহু সদস্য এই সংবর্ধনা সভায় উপস্থিত হয়েছিলেন। পূর্ব বর্ধমানে এই সংগঠনের সভাপতি আব্দুল মালেক বলেন দক্ষিণ দামোদরে সাড়ে তিনশর বেশি রাইস মিল আছে যেখানে প্রতিদিন দু হাজারের বেশি গাড়ি যাতায়াত করে। কৃষক সেতু ও দক্ষিণ দামোদরের অন্যান্য রাস্তা খারাপ থাকার কারণে রাইসমিল গুলি বহু অসুবিধার সম্মুখীন। সভাধিপতির কাছে অবিলম্বে রাস্তা মেরামতির দাবি জানান। সভাধিপতি রাইসমিল অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানান তাদেরকে সংবর্ধনা জানানোর জন্য । শস্যগোলা পূর্ব বর্ধমান এবং রাইস মিল গুলি মানুষের খাদ্য নির্ভরতা বাড়িয়েছে এবং রাজ্যের সুনাম বৃদ্ধি করেছে। সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার আগামী লোকসভা ভোটের আগে সমস্ত রাস্তা মেরামত হয়ে যাবে বলে আব্দুল মালেক কে আশ্বস্ত করেন । সংগঠনে অন্যতম কর্ণধার রাজকুমার সাহানা, জন্মেজয় খা, গফুর আলী খান সহ সমস্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাধিপতি ও সহ-সভাধিপতি কে ফুলের তোড়া গিফট উত্তরীয় দিয়ে বিশেষভাবে সম্মাননা জানানো হয়।সংবর্ধনা অনুষ্ঠানটি সুচারুরূপে পরিচালনা করেন সংগঠনের অন্যতম সদস্য কাঞ্চন সোম।