খণ্ডঘোষের বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ রায় জেলা পরিষদের জনসাস্থ্য ও পরিবেশ স্থায়ি সমিতির কর্মধক্ষ

এম এস ইসলাম, খণ্ডঘোষ : পূর্ব বর্ধমানের বিশিষ্ট শিক্ষক সমাজসেবী সঞ্চালক পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মধক্ষ নিযুক্ত হলেন। পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাকক্ষে চার সেপ্টেম্বর তিনি মনোনীত হন। খণ্ডঘোষ তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব শিক্ষকতার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন পদ অলংকৃত করেছেন। পূর্ব বর্ধমান তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির তিনি জেলা সম্পাদক এর দায়িত্ব পালন করছেন। এর আগের জেলা পরিষদ বোর্ডের তিনি সদস্য ছিলেন। ভদ্র নম্র পরোপকারী বিশ্বনাথ রায়ের জেলা পরিষদের কর্মধক্ষ হাওয়াই গোটা খণ্ডঘোষ জুড়ে খুশির হাওয়া। বহু মানুষ তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে খণ্ডঘোষের আর এক রাজনৈতিক ব্যক্তিত্ব অপার্থিব ইসলাম পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন। দুই জেলা পরিষদ সদস্যের এই পদ পাওয়াই খণ্ডঘোষের গুরুত্ব আরো বাড়িয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন । বিশ্বনাথ রায় বলেন তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ সৈনিক দলীয় নেতৃত্বর নির্দেশ তিনি অক্ষর অক্ষরে পালন করবেন। মানুষের জন্য কাজ করাই তার মূল লক্ষ্য। খণ্ডঘোষ থেকে একইসঙ্গে অপার্থিব ইসলাম ও বিশ্বনাথ রায়ের জেলা পরিষদের গুরুত্ব পাওয়ায় খুশির হাওয়া খণ্ডঘোষ জুড়ে।