|
---|
সংবাদদাতা : তারকেশ্বর লাইন প্যাসেঞ্জার এসোসিয়েশনের প্লাটিনাম জুবিলী(৭৫ তম বর্ষ) উৎসব প্রথম অনুষ্ঠান হল ৩সেপ্টেম্বর নালিকুলে। সকালে ছাত্রছাত্রী,মহিলাদের নিয়ে প্রভাতফেরী হয়।পতাকা উত্তোলন করেন বর্ষীয়ান সদস্য সমীরেন্দ্রনাথ কর। বেলা দশটায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধন করেন জামাইবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্দীপ সিনহা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কামারকুন্ডু জি,আর,পি,র আধিকারিক গোপাল গাঙ্গুলী,প্যাসেঞ্জার এসোসিয়েশনের সম্পাদক হরদাস চক্রবর্তী,সভাপতি মনসারাম ঘোষ সহ বিভিন্ন গুণীজন। অনুষ্ঠানটিতে সভাপতির আসন অলঙ্কৃত করেন শিল্পপতি ও সমাজসেবী বিশ্বনাথ ধাড়া।