|
---|
আইয়ুব আলী : নয় নয় করে টানা ষোল বছরে পড়লো ‛ন্যাজাট ভাবনা’-র নাট্যমেলা। এবারের মেলায় মোট ন’টি দল অংশগ্রহণ করে। দলগুলি হলো– আমরা অমলকান্তি, পারমিক ব্যারাকপুর, শ্যামবাজার নাট্যচর্চা কেন্দ্র, গয়েশপুর সংলাপ, ক্লাইম্যাক্স থিয়েটার, অঙ্গন বেলঘরিয়া, থিয়েটার শাইন স্বপ্নসৃজনী বসিরহাট ও ন্যাজাট ভাবনা। ন্যাজাট ল্যাম্পস সোসাইটি ময়দানে অনুষ্ঠিত এবারের মেলার উদ্বোধন করেন বসিরহাট পৌরসভার পৌরপ্রধান অদিতি রায় মিত্র। নাট্যমেলা উপলক্ষে সাংস্কৃতিক ও আন্তঃবিদ্যালয় নাট্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। ‛ন্যাজাট ভাবনা’-র সম্পাদিকা মৌমিতা বর সাহা জানান, কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রণালয়ের যে আর্থিক সহায়তা পাওয়া যায় তাতে একটি পূর্ণাঙ্গ নাট্যমেলার আয়োজন করা বেশ কঠিন। তৎসত্বেও কিছু নাট্যপ্রেমী মানুষের সাহায্যে টানা ষোল বছর এই মেলা করা সম্ভব হচ্ছে। সভাপতি শ্রীপদ বর বলেন, আগামী বছর সংস্থার পঁচিশ বছর পূর্তি উপলক্ষে বড় করে এই মেলা আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়েছে। এবারের নাট্যমেলায় বিভিন্ন দিন উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব মনীষ ভট্টাচার্য্য, হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ে অধ্যক্ষ, নজরুল গবেষক শেখ কামাল উদ্দিন প্রমুখ।