|
---|
নিজস্ব সংবাদদাতা, কুলটিকরি, ঝাড়গ্রাম: উৎসবের আগে যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো বস্ত্র বিতরণ কর্মসূচি।জঙ্গলমহলের অন্যতম প্রধান উৎসব বাঁধনা পরব, দীপাবলি ও ভাইফোঁটা উপলক্ষে শুক্রবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের মানগোবিন্দপুর ইকো ভিলেজ ট্যুরিস্ট রিসোর্টে একটি বস্ত্র বিতরণ শিবির অনুষ্ঠিত হলো। এই শিবির টি হাওড়া জেলার উলুবেড়িয়ার স্বামী বিবেকানন্দ পাঠচক্র ও শক্তি জাগরণী চক্র এবং সুবর্ণরৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক ফেসবুক গ্রুপ “আমারকার ভাষা আমারকার গর্ব'”এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো। এলাকার ভূমিপুত্র প্রখ্যাত চিকিৎসক ডাঃ কৃষ্ণপদ প্রধান তাঁর নিজের উদ্যোগে একটি ইকো টুরিস্ট রিসোর্ট ইতিমধ্যেই বেশকিছু দিন আগে চালু করে দিয়েছেন। সেখানেই শুক্রবার আদিবাসী অধ্যুষিত এলাকার প্রায় ৬ টি গ্রামের ৩৭০ জন পুরুষ, মহিলা এবং শিশুদের জন্য টি-শার্ট, শাড়ি ও বাচ্চাদের জামা প্যান্ট বিতরণ করা হয়। উৎসবের মরসুমে নতুন জামা কাপড় পেয়ে এলাকাবাসীর মুখে হাসি ফুটে উঠে।
এদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ কৃষ্ণপদ প্রধান। উদ্যোক্তাদের মধ্যে স্বামী বিবেকানন্দ পাঠচক্রের অন্যতম সদস্য গৌতম পাল, স্বামী ধ্যানানন্দ এবং সুবর্ণরৈখিক ভাষা গ্রুপের এডমিন বিশ্বজিৎ পাল, পরিচালকমণ্ডলীর পক্ষে আনন্দ বিশুই, সুমন বিকাশ মণ্ডল কিশোর রক্ষিত প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির মূল উদ্যোক্তা প্রসেনজিৎ পৈড়া,পারিবারিক কর্মসূত্রে উলুবেড়িয়ার এই সমাজসেবী সংস্থাটির সঙ্গে পরিচিত হন , সংস্থার সদস্যরাই জঙ্গলমহলের আদিবাসী অধ্যুষিত এলাকায় গিয়ে বস্ত্র বিতরণের প্রস্তাব দেন এবং তৎক্ষণাৎ সুবর্ণরেখিক গ্রুপের সদস্যরা এই অনুষ্ঠানটি সফলভাবে রূপায়ণ করতে বিশেষ উদ্যোগী হন। এলাকার বিশিষ্ট শিক্ষক নরেন মান্ডি ও ভরত হেমরম দুঃস্থ মানুষদের বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করে আর্থিক দিকে পিছয়ে থাকা ব্যক্তিদের তালিকা প্রস্তুত করেন।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রদীপ কুমার মাইতি ও সমাজকর্মী বিশ্বজিৎ পাল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট চিকিৎসক ডাঃ কৃষ্ণপদ প্রধান,স্থানীয় পুলিশ প্রশাসনের সি আই মুকুল মিঁঞা,বিশিষ্ট সাহিত্যিক ও প্রাক্তন শিক্ষক বীরেন্দ্রনাথ সাহু,কবি খগেন জানা, কবি আশীষ খুঁটিয়া প্রমুখ বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানের শেষে সমাজ সেবী সংস্থার সদস্যরা এলাকার মনুষ্যজনদের পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন ।