|
---|
মইদুল ইসলাম, নতুন গতি, মুরারইঃ- বীরভূমের মুরারই থানার অন্তর্গত পাইকর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস ৫ ই ডিসেম্বর দিনটি পালিত করা হয়।এলাকার ৪ টি স্বেচ্ছাসেবী সংস্থা এই অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বি.এম.ও.এইচ মুরারই ২ কার্তিক পাল, মাননীয় বি.ডি.ও মুরারই ২ অমিতাভ বিশ্বাস, এস.আই মুরারই থানা প্রীতম রায়, এ.এস.আই পাইকর ফঁাড়ি নুরে আলম, জাবির সেখ প্রমুখ। বর্তমান সমাজে স্বেচ্ছাসেবীদের গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যক্তিবর্গ গণ। পাটাগাছি সুর্য্যোদয় সোসাইটির কর্নধার সামিম হোসেন রোগিদের ফল দান এবং সামাজিক আলোচনা মুলক অনুষ্ঠানের কথা বলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন স্থানীয় শিক্ষক ও সাংস্কৃতিক কর্মী রুপনাথ রায়। অনুষ্ঠান শেষে পাইকর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের ফল বিতরন করা হয়।