|
---|
নিজস্ব সংবাদদাতা, রায়দিঘী: বাড়িতে এসে বোমা-বন্দুক দেখিয়ে সিপিএমের পঞ্চায়েত সদস্য রেণুকা নাইয়াকে অপহরণের অভিযোগ উঠল। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির রাধাকান্তপুর গ্রাম পঞ্চায়েতের ভদ্রপাড়া এলাকায়। অপহরণের অভিযোগে সিপিএম কর্মী-সমর্থকরা রাধাকান্তপুরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। সিপিএমের অভিযোগ, এই কাণ্ড ঘটিয়েছে তৃণমূল আশ্রিত দুস্কৃতীরা। যদিও সিপিএমের এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়েছে।
ঘটনার খবর পেয়ে রাতে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যান প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলি। শেষ খবর পাওয়া পর্যন্ত রবিবারই বাড়িতে ফিরেছেন ওই পঞ্চায়েত সদস্যা।