|
---|
লুতুব আলি, ১০ মে : ভারতীয় কবি লেখক শিল্পী পরিষদের রবীন্দ্রজয়ন্তী উৎসব অনুষ্ঠিত হলো কলকাতার শিয়ালদহ কৃষ্ণপদ মেমোরিয়াল হলে। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট রবীন্দ্র গবেষক সমরেন্দ্রনাথ ঘোষ। পরিষদের সম্পাদক চন্দ্রনাথ বসু সকলকে স্বাগত জানান ও স্বাগত ভাষণ দেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুই বাংলার বিশিষ্ট কবি আরণ্যক বসু। পরিষদের পক্ষ থেকে বিভিন্নভাবে রবীন্দ্রনাথকে মর্যাদার সঙ্গে স্মরণ করে তা আক্ষরিক অর্থে অনুষ্ঠান উৎসবমুখর হয়ে উঠেছিল। এদিন অনুষ্ঠানের মঞ্চ করা হয়েছিল গৌতম তালুকদার মঞ্চ। অনুষ্ঠানে বিশ্বকবি গৌরব সম্মান পান ধ্রুব দত্ত, অপূর্ব কুমার গাঙ্গুলী, শেখ মনির উদ্দিন, সঙ্গীতা কর, নাজ নিনা সুলতানা। সেরা বাঙালি কবি সম্মান পান মানব মুখার্জি জান মোহাম্মদ ডঃ মোঃ শাহজাহান শেখ জলি সরকার গৌরী সেন ডালিয়া রায় অজয় মুখার্জি ইয়াসিন সেপাই। কবিতা পাঠ করেন ৭৭ জন কবি, কবিতা প্রতিযোগিতাতে অংশগ্রহণকারীদের মধ্যে সেরা ১২ জনকে গৌতম তালুকদার স্মৃতি সম্মান প্রদান করা হয়। সেরা বাঙালি চিত্রশিল্পী সম্মান দেওয়া হয়। অনুষ্ঠানে জাতীয় শিক্ষক সাধন কুমার হালদার কে রুদ্রাক্ষ গাছ প্রদান করেন চন্দ্রনাথ বসু। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় ফল আম প্রত্যেকের হাতে তিনি তুলে দেন। উপস্থিত ছিলেন অনুষ্ঠানের চেয়ারম্যান শিব শংকর বক্সী সভাপতি রঞ্জনা গুহ কার্যকরী চেয়ারম্যান বিউটি দাস অংশুমান চক্রবর্তী চিত্রশিল্পী সৈকত খাঁড়া ডক্টর সিমা রায় মধুমিতা বসু ডক্টর এমদাদ হোসেন শঙ্কর তালুকদার চন্দ্রিকা বন্দ্যোপাধ্যায় বিমান ঘোষ প্রমুখ। অনুষ্ঠানের সংগীত পরিবেশন করেন শ্রেয়া ঘোষ রাখি রায় ডালিয়া রায়। উল্লেখ্য সদ্য প্রয়াত বিশিষ্ট সাহিত্যিক সমরেশ মজুমদারের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয় ও এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানের সকলকে আপ্যায়ন করেন কৃষ্ণেন্দু হাইত মনীষা মজুমদার পৌল ভি মিশ্র। রবীন্দ্রনাথ ঠাকুরের বহুমুখী প্রতিভা নিয়ে অনুষ্ঠানের বিশিষ্ট রবীন্দ্র গবেষক ও অতিথিরা আলোকপাত করেন। অনুষ্ঠানটি সুচারু ভাবে সঞ্চালনা করেন মধুমিতা ধুত।