|
---|
কৃষকদের পক্ষে, কৃষি আইন স্থগিত রাখার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
নতুন গতি ওয়েব ডেস্ক : রাজধানী দিল্লিতে প্রায় এক মাস ধরে চলা বিক্ষোভ নিয়ে কৃষকদের পক্ষে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার শীর্ষ আদালত কেন্দ্রকে নয়া কৃষি আইন স্থগিত রাখার পরামর্শ দিল এবং আগে কৃষকদের সঙ্গে আলােচনায় বসার কথা বলল সর্বোচ্চ আদালত। যদিও কেন্দ্রের সাফাই, যদি আইন স্থগিত রাখা হয় তাহলে আর আলােচনাতে বসতে চাইবেন না কৃষকরা। কেন্দ্রের আশঙ্কা, আখেরে লাভ হবে কৃষকদেরই।
এদিন সুপ্রিম কোর্টে কৃষক আন্দোলন নিয়ে বেশ কয়েকটি জনস্বার্থ মামলার শুনানি হয়। তাতে সুপ্রিম কোর্টের বক্তব্য, যে কোনও আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানানাে মৌলিক অধিকারের মধ্যে পড়ে। কিন্তু তার করনে অন্য কারও ব্যাক্তি স্বাধীনতা বা মৌলিক অধিকারে ব্যাঘাত না ঘটে।
মামলাকারীদের তরফে আইনজীবী হরিশ সালভে বলেছেন, কোনও অধিকারই খর্ব হচ্ছে না। প্রতিবাদ জানানাের মৌলিক অধিকার মানে এই নয় যে অন্য কারও কাজে ব্যাঘাত ঘটানাে হবে। দীর্ঘদিন ধরে দিল্লি-হরিয়ানা সীমান্তে অবস্থান বিক্ষোভ করছেন কৃষকরা। কিন্তু রাস্তা অবরােধ করে সাধারণ মানুষের কাজে ব্যাঘাত ঘটানাের কোনও মানে হয় না।