ভারত সরকারের অনুমোদিত ফার্মার প্রডিউসার কোম্পানির সভা

সেখ সামসুদ্দিন, ২৯ মার্চঃ মেমারি ১ ও ২ নং ব্লকের কৃষকদের এবং কৃষি ও সহযোগী কার্যের সার্বিক সহযোগিতা ও উন্নয়নের জন্য ভারত সরকারের অনুমোদিত একটি ফার্মার প্রডিউসার কোম্পানি (এফপিসি) খয়েরপুর গ্রামে শুরু হচ্ছে । এই উপলক্ষে এলাকার সকল কৃষকদের নিয়ে একটি সাধারণ সভার আয়োজন করা হয় খয়েরপুর বারোয়ারি তলায় বিকাল ৫ টায়।

    উক্ত সভায় উপস্থিত ছিলেন স্বামী দিব্যাত্মানন্দ মহারাজ, চিন্ময়চৈতন্য মহারাজ, প্রাক্তন শ্রীধরপুর কো অপারেটিভের প্রাক্তন সম্পাদক করুণাময় ব্যানার্জী, সমাজসেবী অসিত ঘোষ, মানবাধিকার সংগঠনের অরিন্দম দে, পান্ডুয়া এফপিসির পরিচালক তোতন ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও এলাকার চাষীবৃন্দ। মহারাজের প্রচেষ্টায় এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া সহ এলাকার মানুষের উন্নয়নে কাজ করার পাশাপাশি কৃষক, মৎস‍্য চাষী ও প্রাণীপালকদেরও উন্নয়নের ব্রত নিয়ে ‘মা অর্চনা মেমারি কৃষক ভেজিটেবল প্রডিউসার কোম্পানি লিমিটেড’ নামে এফপিসি গঠন করেন যা ভারত সরকার দ্বারা অনুমোদিত। আজকের সভা থেকে এপপিসির কার্যকারিতা, উদ্দেশ্য ও কৃষকদের স্বার্থ সুরক্ষিত কতটা থাকবে এই সকল বিষয়ে উপস্থিত কৃষকদের অবহিত করা হয় এবং কৃষকদের উৎপাদিত ফসল মার্কেটিং এর দায়িত্ব নেবে এই এফপিসি বলে জানান মহারাজ এই এফপিসির আনুষ্ঠানিক পথচলা শুরু হবে আগামী পয়লা বৈশাখ থেকে ঘোষণা করা হয়। এই এফপিসির সঙ্গে যে সকল কৃষক বা চাষী সংযুক্ত হবেন তাদের অনলাইনে রেজিস্টার করা হবে ওই সময় থেকে।