“তৃনমূলেই আছি । দিদির কাছে ভুল স্বীকার করে নেব” : জিতেন্দ্র তিওয়ারি

 

    নতুন গতি ওয়েব ডেস্কঃ তৃণমূলেই থাকছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি।
    বৃহস্পতিবারই তৃণমূল কংগ্রেস থেকে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করেছেন পশ্চিম বর্ধমান জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারি। কিন্তু গতকাল সন্ধ্যায় বাবুল সুপ্রিয়র একটা ফেসবুক পোস্ট সব তাল কাটে। তার পোস্টে তিনি লিখেন, জিতেন্দ্রর বাহিনী আসানসোলের বিজেপি কর্মীদের ওপর অত্যাচার করেছে। তিনি যদি বিজেপি তে আসে সেটা কেন্দ্রীয় সিদ্ধান্ত । কিন্তু আমি মন থেকে মেনে নিতে পারবো না।
    এরই মধ্যে শুক্রবার সন্ধ্যায় ক্যামাক স্ট্রিটের একটা বহুতলের নীচে তাকে দেখা যায়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন আমার মন খারাপ। আমি অভিষেকের সঙ্গে দেখা করতে এসেছি।

    সূত্রের খবর , শুক্রবার রাতে নিউ আলিপুরে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠকের পর এমনটাই জানালেন তিনি। অরূপের বক্তব্য, ‘‘প্রত্যেক পরিবারে সমস্যা থাকে। তাই বলে কেউ মাকে ছেড়ে যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি-র বিরুদ্ধে শেষ লড়াই লড়ব।’’