পূর্ব বর্ধমানের কাটোয়া ২নংব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের একডেলা গ্রামে যোগ্যাদা মায়ের পুজো

রাহুল রায়, পূর্ব বর্ধমান,১৪ মেঃ-: পূর্ব বর্ধমানের কাটোয়া ২নংব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের একডেলা গ্রামে যোগ্যাদা মায়ের পুজো ঘিরে ভক্তদের মধ্যে উন্মাদনা দেখা গেল।প্রতিবছরের ন্যায় এবারও ৩০বৈশাখ নিয়ম নিষ্ঠার সঙ্গে পুজো হল।ছাগ বলি প্রথা রয়েছে।আনুমানিক ২৫০ বছরের পুরানো গ্রাম্য দেবী।প্রতিদিন নিত্যসেবা হয় মায়ের।
গ্রামবাসীদের অধিকাংশ মানুষই কাজের তাগিদে বাইরে থাকেন।এই সময় সবাই বাড়ি আসে এবং আনন্দ করে।স্থানীয় যুবকরা জানালেন,পুজো উপলক্ষ্যে মঙ্গলবার ও বুধবার সন্ধ্যায় রয়েছে বিচিত্রানুষ্ঠান। এই গ্রামে যোগ্যাদা মায়ের মন্দির থাকার জন্য শরত্‍কালে দুর্গা পুজো হয় না।এখানে যোগ্যাদা মায়ের শিলামূর্তি রয়েছে।পুজো উপলক্ষ্যে গ্রামবাসীদের প্রত্যেকের বাড়িতে আত্মীয়-স্বজনেরা আসেন এবং আনন্দ করে।পুজোকে কেন্দ্র করে মাতোয়ারা গ্রামবাসীরা।