মেমারিতে সাম্প্রদায়িক সম্প্রীতি দিবস পালন।

নূর আহমেদ, মেমারি : ৬ ডিসেম্বর,বুধবার মেমারীর লরি ইউনিয়ন অফিসের সামনে থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে মেমারি ১ পশ্চিম এরিয়া কমিটির উদ্যোগে একটি মিছিল বৃষ্টি মাথাতেই শুরু হয়।

    মেমারি প্রাণকেন্দ্র চকদিঘী মোড়ে এসে মিছিলটি শেষ হয় এবং সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এই পথসভায় বক্তব্য রাখেন মেমারি এক পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক প্রশান্ত কুমার, তিনি তার বক্তব্যে ১৯৯২ সালের ৬ই ডিসেম্বর সাম্প্রদায়িক সম্প্রীতি দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন। বর্ধমান জেলা কমিটির সদস্য সনৎ ব্যানার্জি তার বক্তব্যে বলেন বর্তমানে আরএসএসের মত কিছু উগ্রবাদী হিন্দুত্ববাদী দল তালিবানি কায়দায় ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। তাই এর বিরুদ্ধে সকলকে একজোট হওয়ার কথা বললেন তিনি। আরএসএস বিজেপি ভারতের ঐতিহ্যপূর্ণ মসজিদ থেকে নিমেষে ধ্বংস করেছে যেটা ঘৃণ্য কাজ।
    মিছিলে ছিলেন অনিল মুখার্জি, পিন্টু ভট্টাচার্য, কালু রায়, সঞ্জয়দেব সহ অন্যান্য নেতৃত্ব।

    নূর আহামেদ মেমারি