প্রতিবছরের মতো এই বছরও জমজমাট কোচবিহারের রাস মেলা

সজল দাশগুপ্ত, : কোচবিহারের রাস মেলা শুরু হয়ে গিয়েছে। কোচবিহারের রাসমেলা মানে এক নস্টালজিয়া। অনেকেই সারা বছর অপেক্ষা করে থাকে এই রাস মেলায় যাওয়ার জন্য।

    দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ সমাগম করেন কোচবিহারের রাস মেলায়। এই বছরও তাঁর ব্যতিক্রম হয়নি। জমে উঠেছে কোচবিহারে রাসমেলা। খাওয়ার সামগ্রী থেকে সাজার সামগ্রী সমস্ত কিছুর সম্ভার রয়েছে মেলায়। প্রতিদিনই প্রায় জনসমুদ্র লক্ষ্য করা যাচ্ছে। পশ্চিমবঙ্গের মধ্যে অন্যতম বড় মেলা ।এই মদন বাড়ির রাসমেলার বিশেষ খ্যাতি রয়েছে ।

    এই মেলাটা মোট ২০ দিনের হয়। এখানে ভারতবর্ষের অনেক বিখ্যাত শিল্পীরা এসে গান করেন, এই বছরও প্রচুর শিল্পী এসেছেন এই মেলা গান করবার জন্য। এই কোচবিহারের রাসমেলার বয়স ২০০ বছর।

    এই মেলার এক আলাদা মাধুর্য রয়েছে, কোচবিহারের রাসমেলা গেলে বোঝা যাবে কত বড় মেলা আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে হয়ে থাকে। প্রতিবছরের মত এ বছরও জমে উঠেছে কোচবিহারের রাসমেলা।