|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমান: গত কয়েকদিন সারা কাটোয়া ২নং ব্লক জুড়ে তীব্র দাবদাহের পাশাপাশি তাপপ্রবাহ চলছিল। মঙ্গলবার সন্ধ্যায় ব্যাপক ঝড় ও বৃষ্টি হয় কাটোয়া ২নং ব্লকে একাধিক জায়গায়। সন্ধ্যায় ব্যাপক ঝড় হয়। সঙ্গে বৃষ্টি।এখনও চলছে বৃষ্টি। প্রচন্ড গরমের পর হঠাৎ ঝড় ও বৃষ্টিতে গরম থেকে স্বস্তি মেলে জনমানসে। গরম থেকে নিষ্কৃতি পেলেও মাথায় হাত কাটোয়া মহকুমার ধান চাষীদের। তবে মাঠে পাকা ধান রয়েছে। কোনও জমিতে ধান কাটা হবে, আবার কেউ ধান কেটে মাঠে ফেলে রেখেছে। ব্যাপক ঝড় বৃষ্টিতে ধানের পক্ষে ক্ষতিকর হবে বলে জানাচ্ছেন কৃষকরা। যাঁরা মেশিনে ধান কেটেছেন তাঁরা ঘরে নিরাপদ জায়গায় ধান রাখতে পারলেও হাতে কাটা ধান মাঠে পড়ে থাকায় পাঁকা ধানে মই দেওয়ার সমান বলে মনে করছেন কৃষকদের একাংশ।বৃষ্টির দাপটে আপাতত বিদায় নিল গ্রীষ্মের দাবদাহ।স্বস্তির বৃষ্টিতে খুশী কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত নন্দীগ্রামে।