|
---|
খান আরশাদ, বীরভূম: বীরভূমের দুবরাজপুরে এক সদ্যজাত কন্যা সন্তান উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। গত রবিবার ভোরে বীরভূমের দুবরাজপুরের সাতকেন্দুরি মোড়ের একটি পুকুরে যাওয়ার সময় পলিথিনে মোড়া একটি সদ্যজাত শিশু দেখতে পান ওই এলাকার বাসিন্দা দুলু বাগদি। সঙ্গে সঙ্গে ওই মহিলা ওই সদ্যজাতকে কোলে তুলে বাড়ী নিয়ে আসেন। বুধবার স্থানীয়রা বিষয়টি জানতে পারেন এবং দুবরাজপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ বাচ্চাটিকে স্থানীয় মানসায়ের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্যরা এসে ওই সদ্যজাতকে নিজেদের হেফাজতে করে নিয়ে যায়। চোখের জল ফেলে তাদের হাতে ওই সদ্যজাতকে তুলে দেন দুলু দেবী। কে বা কারা এই শিশুটিকে নিষ্ঠুর ও অমানবিকভাবে পুকুরের পাশে ফেলে দিয়ে গেল তা নিয়ে একটাই প্রশ্ন যে, কন্যা সন্তান হওয়াতেই কি এই বিষর্জন? না কি কোন অবৈধ সম্পর্কের ফল? সমাজে কবে আর এধরনের নিষ্ঠুর, নৃশংস ক্রিয়াকলাপ বন্ধ হবে ?