প্রতিশ্রুতি নয় ১৮ মাসের মধ্যে কাজ বুঝে নিন আমাদের হব্বিপুরের প্রার্থীর কাছে

 

    আদিবাসী অধ্যুষিত পিছিয়ে পড়া হবিবপুর বিধানসভা কেন্দ্রে এই কেন্দ্রে আগামী ১৮ মাসে মধ্যে উন্নয়নের জোয়ার বইবে। প্রতিশ্রুতি নয়, এই ১৮ মাসে উন্নয়ন না হলে আগামী বিধানসভায় তৃণমূল কংগ্রেস ভোট চাইতে আসবে না। মঙ্গলবার হবিবপুর বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী অমল কিস্কুর সমর্থনে এক মহা মিছিলে অংশ নিয়ে এই কথাই বললেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী।

    উল্লেখ্য এদিন হবিবপুর বিধানসভা কেন্দ্রের মানিকরায় তৃণমূল কংগ্রেস প্রার্থী অমল কিস্কুর সমর্থনে এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। এই নির্বাচনী জনসভা শেষে পাকুয়াহাট কলেজ থেকে এক মহা মিছিল বের হয়। উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী, প্রার্থী অমল কিস্কু, মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল, রাষ্ট্রমন্ত্রী বাচ্চু হাস দা, মৌসম বেনজির নূর, মোয়াজ্জেম হোসেন, মোস্তাফিজুর সরকার, হরিহর মাহাতো সহ কয়েক হাজার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। গোটা পাকুয়াহাট পরিক্রমা করে এই মিছিলে এসে শেষ হয় পাকুয়া হাট স্ট্যান্ডে। সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, অমল কিস্কুকে ভোট দিন আর উন্নয়ন বুঝে নিন। অমল কিস্কু জিতলে আগামী 18 মাসে উন্নয়নের জোয়ার বইবে বলে জানান মন্ত্রী শুভেন্দু অধিকারি।