গ্রামের রাস্তাঘাটের পরিস্থিতি বন্যা পরিবেশ রূপ ধারণ করছে কেন?

মহ: মুস্তফা শেখ

    (সভাপতি -ইউনিভারস্যাল ব্রাদারহুড ইসলামিক অর্গানাইজেশন কাবিলপুর , সাগরদিঘী মুর্শিদাবা)

    আমরা কী ভালবাসি ? আমরা ভালবাসি নিজেদের আয়-উন্নতি অনেক কিছু , আরো ভালোবাসি ঝাঁ-চকচকে বাড়ি ঘরদোর বিলাসবহুল অট্টালিকা- যুক্ত মন্দির, মসজিদ, কলেজ -মহাবিদ্যালয়, হাসপাতাল কত কিছু! কিন্তু ভেবে দেখেছেন? মানুষতো আর জিন-ভূত নয় যে উড়ে গিয়ে ঐসব পুণ্যময় মহাতীর্থ স্থলে সুখানুভব করবে! -বলছিলাম রাস্তাঘাটের দুরবস্থার কথা! সারাদেশ আমি চিনি না।

    তবে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা ঘুরে দেখলাম বিশেষ করে, গ্রাম্য এলাকার রাস্তাঘাটের অবস্থা বন্য পরিবেশের মত অর্থাৎ আদিম যুগের অসহায় উন্নত সভ্যতার ছোঁয়া- হীন অবস্থায় মুখ থুবড়ে পড়ে রয়েছে! যখন সভ্যতার গগন-চুম্বী উন্নয়ন তখন গ্রামের রাস্তা ঘাটের এই দুর্গম অবস্থা কেন? বিশেষ করে বাংলা বিহার উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদের প্রায় প্রত্যেকটা গ্রামীণ এলাকার এই ভয়ানক দুর্দশা ও আমার গ্রাম সাগরদিঘীর কাবিল পুর এর রাস্তার চরম ভয়ানক পরিস্থিতি! শুনেছি বেশ কয়েকবার এই রাস্তাটি সংস্কার করার জন্য পরিদর্শন হয়েছে কিন্তু তার প্রতিফল এখনো অধরা! এই তো কিছুদিন আগে খুব ঘটা করে পরিদর্শন হলো কিন্তু তার ফল এখনো মিলল না কেন?সবকিছুতে বর্তমানে কাবিলপুর গ্রামের বিশাল উন্নয়ন।

    শিক্ষা-দীক্ষা ধন-সম্পদ প্রভৃতি। কিন্তু রাস্তাঘাটে জঙ্গলের পরিবেশ পরিলক্ষিত হচ্ছে কেন? বর্তমানে বালিয়া কাবিলপুর রঞ্জিতপুর ভায়া আজিমগঞ্জ অর্থাৎ জঙ্গিপুর থেকে আজিমগঞ্জ যাওয়ার রাস্তা বা রুট কে কাবিলপুর এলাকা থেকে পুরো বঞ্চিত রাখা হয়েছে! এটা কী পরিকল্পিত? আমাদের দাবি জঙ্গিপুর আজিম- গঞ্জের রাস্তাটিকে ভায়া কাবিলপুর আজিমগঞ্জ করা হোক এবং অতিসত্বর কাবিলপুর এর সমস্ত রাস্তার উপযুক্ত সংস্কার করা হোক।এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

    আরো উল্লেখ থাকে এই যে, আমরা উপযুক্ত ব্যবস্থা না পেলে সারা- রাজ্যে এলাকা-ভিত্তিক বৃহত্তর আন্দোলনের জন্য পথ অবরোধ, ডেপুটেশন, বিক্ষোভ মিছিল ইত্যাদি কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব!অতএব এলাকাবাসী, প্রশাসনিক কর্মকর্তা ও দায়িত্বশীলদের প্রতি আবেদন, অনুগ্রহপূর্বক “সরজমিনে তদন্ত করিয়া উপযুক্ত ব্যবস্থা গ্রহণ এবং আমাদের সর্বপ্রকার সহযোগিতা করার আজ্ঞা হয়।