নতুন গতি ওয়েবডেস্ক: মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার চালতিয়া এলাকায় রাজ্যের পঞ্চম স্থান অধিকার করলেন বিভাবসু মন্ডল তিনি ৬৮৮ নম্বার পেয়েছেন মাধ্যমিকে। তিনি জানান এবার আই আই টি তে পড়াশুনা করতে। যদিও কোনো পাইভেট মাস্টার ছিলনা বলে জানা যায়।
তার বাবা হাইস্কুলের শিক্ষক।