রাজ্যের মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে পূর্ব মেদিনীপুরের দেবস্মিতা মহাপাত্র

 

    নতুন গতি ওয়েব ডেস্ক: এবার ১৩৯ দিন পর প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষা ২০২০ সালের ফলাফল। এবছরের মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৮৬.৩৪ শতাংশ।
    প্রকাশিত মেধাতালিকায় মেয়েদের মধ্যে প্রথম দেবস্মিতা মহাপাত্র। পূর্ব মেদিনীপুুরের ভবানীচক হাইস্কুলের পড়ুয়ার তিনি।প্রাপ্ত নম্বর ৬৯০।