|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: আজ ১৩৯ দিনের মাথায় প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফল। আজ সকাল ১০ টায় ফল প্রকাশ করা হল। ২২ জুলাই স্কুলে পাওয়া যাবে মার্কশিট। এ বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৩ হাজার ৬৬৬। ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা ১২.৭২ শতাংশ বেশি। ছেলেদের চেয়ে ১ লক্ষ ২৭ হাজার ৬৭০ জন বেশি মেয়ে এবারের মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল।
মাধ্যমিকে পাসের হারে নতুন রেকর্ড। এবার পাসের হার ৮৬.৩৪ শতাংশ। সাফল্যের হার সর্বাধিক পূর্ব মেদিনীপুরে। এই জেলায় সাফল্যের হার ৯৬.৫৯ শতাংশ। দ্বিতীয় স্থানেপশ্চিম মেদিনীপুর। পাসের হার ৯২.১৬ শতাংশ। তৃতীয় স্থানে কলকাতা। পাসের হার ৯১.০৭ শতাংশ চতুর্থ ও পঞ্চম স্থান দুই ২৪ পরগনার।
এবারের মাধ্যমিকে প্রথম অরিত্র পাল। মেমারি বিদ্যাসাগর মেমোরিয়াল স্কুলের ছাত্র অরিত্র। তার প্রাপ্ত নম্বর ৬৯৪। মাধ্যমিকে দ্বিতীয় হয়েছে দু’জন। বাঁকুড়ার সায়ন্তন গড়াই দ্বিতীয়। এছাড়া পূর্ব বর্ধমানের অভীক দাস হয়েছে দ্বিতীয়। তাদের প্রাপ্ত নম্বর ৬৯৩।
তৃতীয় হয়েছে তিনজন।সৌম্য পাঠক, দেবস্মিতা মহাপাত্র, অরিত্র মাইতি (রহড়া রামকৃষ্ণ মিশন)। প্রাপ্ত নম্বর ৬৯০। মেয়েদের মধ্যে প্রথম দেবস্মিতা পাঠক। দেবস্মিতা পাঠক পূর্ব মেদিনীপুুরের ভবানীচক হাইস্কুলের পড়ুয়া। চতুর্থ হয়েছে অগ্নিভ সাহা। বীরভূম জেলা স্কুল। প্রাপ্ত নম্বর ৬৮৯। পঞ্চম হয়েছে চারজন। দক্ষিণ দিনাজপুরের অঙ্কিত সরকার, বর্ধমানের স্বস্তি সরকার, বাঁকুড়ার রশ্মিতা মহাপাত্র, মুর্শিদাবাদের বিভাস মণ্ডল। ষষ্ঠ হয়েছে ১২ জন। রিঙ্কিনি ঘটক শিলিগুড়ি গার্লস হাইস্কুল। রায়গঞ্জ করোনেশন হাইস্কুল অর্চিস্মান সাহা বীরভূম জেলা স্কুল, রাজিবুল ইসলাম প্রাপ্ত নম্বর: ৬৮৭। বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুলের সৃজন সাহা দক্ষিণচক হাইস্কুল অরিজিৎ গুহ রায়, সপ্তর্ষি জানা, অস্মি চৌধুরি অশোকনগর বাণীপীঠ গার্লস হাইস্কুল। সৌহার্দ পাত্র হরিয়া ময়নাপুর হাইস্কুল হাওড়া। সপ্তম হয়েছেন ১৭ জন। করণ দত্ত, ঋতম বর্মন, সোহম তামাং, অরণী চট্টোপাধ্যায়, অরিত্র মাঝি, সাগ্নিক মিত্র কেন্দুয়া, বর্ধমান সিএমএইচ হাইস্কুলের শৌভিক সরকার, দিব্যকান্তি ঘোড়ই, সম্প্রীতি কুণ্ডু, পিয়াস প্রামাণিক, সাহিত্য মণ্ডল, শহিদ মহম্মদ শামিম। অষ্টম হয়েছেন ১১ জন। প্রাপ্ত নম্বর ৬৮৫। নাসমিন আজাদ, মহম্মদ তাহিনুজ্জামান, সুপ্রতীক পণ্ডিত, অঙ্কিতা ঘোষ, শুভঙ্কর মাইতি। নবম স্থানাধিকারী অনেকেই। তাদের প্রাপ্ত নম্বর ৬৮৪। মাধ্যমিকে দশম স্থানাধিকারীরা পেয়েছেন ৬৮৩।
সাফল্যের হার সর্বাধিক পূর্ব মেদিনীপুরে। এই জেলায় সাফল্যের হার ৯৬.৫৯ শতাংশ। তার পরে স্থান পশ্চিম মেদিনীপুর ও কলকাতার। তার পরে স্থান দুই ২৪ পরগনার। কলকাতায় পাসের হার ৯১.০৭ শতাংশ। পশ্চিম মেদিনীপুরে পাসের হার ৯২.১৬ শতাংশ।