সুকৃতি বিশ্বাসের নেতৃত্বে পদযাত্রার দশম দিন, সাত দিলেন কামরুজ্জামান

নিজস্ব সংবাদদাতা : উদ্বাস্তু মানুষের নাগরিকত্ব, এসসি এসটি ওবিসি সংরক্ষণের ১০০% রূপায়ণ, আদিবাসী সমাজের মানুষের জল, জমি ও জঙ্গলের অধিকারকে সুনিশ্চিত করা সহ পাঁচ দফা দাবিতে সংবিধান বাঁচাও মঞ্চের ১৫ দিনব্যাপী পদযাত্রার আজ দশম দিনে পড়ল। মঙ্গলবারে নদীয়ার শিমুরালি থেকে উত্তর ২৪ পরগনার নওহাটা হয়ে গোপালনগর থানার পাল্লা বাজারে সমাপ্ত হয়। এদিন পাল্লা বাজারে বক্তব্য রাখেন সংবিধান বাঁচাও মঞ্চে সভাপতি সুকৃতি রঞ্জন বিশ্বাস, অন্যতম সাধারণ সম্পাদক ও সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান, পাগল গোসাই, হরিবর বিশ্বাস, ডা. সজল বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।

    পদযাত্রার মাঝে মাঝে রাস্তার বিভিন্ন জায়গায় মতুয়া সম্প্রদায়ের মানুষেরা উলুধ্বনি ও পুষ্পবৃষ্টির মাধ্যমে পদযাত্রায় অংশগ্রহণকারীদের সম্মান জানাচ্ছেন।

    ১০ ডিসেম্বর রবিবার এই পদযাত্রার সমাপ্তি ঘটবে কলকাতার রানী রাসমণি এভিনিউতে। ওইদিন বিভিন্ন সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিরা এই সভায় বক্তব্য রাখবেন।