শিলিগুড়ির পুলিশ কমিশনারের নির্দেশে সমস্ত পুলিশ কর্মীর মর্নিং ওয়াক

শিলিগুড়ি: শরীরকে রাখতে হবে ফিট। চলবেনা ভুড়ি। শিলিগুড়ির পুলিশ কমিশনারের নির্দেশে, প্রধান নগর থানার আইসি ওসি সহ সমস্ত পুলিশ কর্মীর বুধবার মর্নিং ওয়াকে বেরোলেন।শিলিগুড়ি কমিশনার গৌরব শর্মা তার সমস্ত পুলিশ কর্মীদের ফিট থাকার নির্দেশ দিয়েছেন। তিনি পুলিশ কর্মীদের কাজের পাশাপাশি তাদের স্বাস্থ্যের দিকেও মনোযোগ দেওয়ার পরামর্শ দেন।

    এই জন্য সব পুলিশ কর্মীকে প্রতিদিন এক ঘণ্টা বা ৪৫ মিনিটের জন্য তাদের কাজ থেকে ছুটি দেওয়া হচ্ছে। আজ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের প্রধান নগর থানার আইসি, ওসিসহ পুরো পুলিশ ব্যাটালিয়ন সকালে পথে দৌরতে বের হন।আজ সকাল 6 টায়, প্রধান নগর থানার আইসি ওসি এবং পুরো পুলিশ বাহিনী প্রধান নগর থানা থেকে রওনা হন এবং চম্পাসরি, দেবিডাঙ্গা পর্যন্ত মর্নিং ওয়াক করেন এবং শ্রী গুরু বিদ্যা মন্দিরের মাঠে যোগ অনুশীলন করেন।

    মোট 5 কিমি পথ পায়ে হেঁটে প্রধান নগর থানা থেকে মর্নিং ওয়াক করা হয়।সকালে হাঁটতে থাকা প্রধান নগর থানার পুলিশ কর্মীদের দেখে মনে হয়েছিল যে পরিবর্তন শুরু হয়েছে।কমিশনার গৌরব শর্মা শিলিগুড়ি শহরকে অপরাধমুক্ত করার পাশাপাশি স্মার্ট পুলিশ কর্মী তৈরী করার পরিকল্পনা করেছেন।পুলিশ সবসময় অন্যের সেবার জন্য প্রস্তুত থাকে, তারা নিজেদের জন্য সময় বের করতেই পারেন না।

    তবে কমিশনার গৌরব শর্মা এবার পুলিশকর্মীদের শরীর ও স্বাস্থ্য নিয়ে চিন্তাভাবনা শুরু করেছেন। পুলিশ কমিশনারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রত্যেক পুলিশ কর্মী এবং তাদের পরিবারের লোকজন।