|
---|
মালদা : শুক্রবার সন্ধ্যায় মালদা সিনিয়র সিটিজেন ফোরামের উদ্যোগে বিশ্ব বরিষ্ঠ নাগরিক দিবস পালন করা হল মালদা শহরের কোঠাবাড়ি এলাকায় মহানন্দা শিশু উদ্যানে। প্রবীণ নাগরিকদের সম্বর্ধনা এবং বৃক্ষ রোপনের মাধ্যমে পালন করা হয় বিশ্ব বরিষ্ঠ নাগরিক দিবস।
এদিন জেলার প্রবীণ নাগরিকদের উত্তরীয় পরিয়ে এবং ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানান সিনিয়র সিটিজেন ফোরামের সদস্যরা। এর পাশাপাশি মহানন্দা শিশু উদ্যানে বৃক্ষ রোপন করা হয়। উপস্থিত ছিলেন, ইংরেজবাজার পৌরসভার সহ প্রশাসক চৈতালি সরকার সহ অন্যান্যরা। কেন বিশ্ব বরিষ্ঠ নাগরিক দিবস পালন করা হয় তা নিয়েও ব্যাখ্যা দেন সিনিয়র সিটিজেন ফোরামের সদস্যরা।
মহানন্দা শিশু উদ্যানে এই দিনটি উপলক্ষে গান ও আবৃত্তি পরিবেশন করা হয়। ইংরেজবাজার পৌরসভার সহ প্রশাসক চৈতালি সরকার জানান, প্রবীণ নাগরিকদের শ্রদ্ধা জানাতে এই দিনটি পালন করা হয়। এর পাশাপাশি শিশু উদ্যান চত্বরে বৃক্ষ রোপন করা হয়।