স্বচ্ছ ভারত অভিযানে প্রথম স্থান ছিনিয়ে নিল মালদার ইংলিশবাজার

    নিজস্ব প্রতিনিধি; মালদা: স্বচ্ছ ভারত প্রকল্পে ভাল কাজের জন্য মালদহ জেলার ইংলিশ বাজার গ্রমোন্নয়ন সমিতি স্বচ্ছ ভারত সামার ইন্টারশিপ সম্মানে ভূষিত হল। ইংলিশ বাজার ব্লকের সাতঘরিয়া এলাকার দীর্ঘদিনের সেচ্ছাসেবী সংস্থা এলাকায় পরিষ্কার ও পরিচর্যা রাখতে দীর্ঘ দিন থেকে কাজ করে আসছে।

    এই সমিতি জেলার মধ্যেও চ্যাম্পিয়ান পুরস্কারে ভূষিত হয়েছে। গত ২৫শে এপ্রিল হাওড়ার পৌর নিগমের শরৎসদনে এই পুরস্কারটি তুলে দেওয়া হয়।

    2018 সালে স্বচ্ছ ভারত প্রকল্পে সরকার ভাল কাজের জন্য পুরস্কার ঘোষনা করে। এই সংস্থা নানা প্রশংসনীয় উদ্যোগ ছাড়াও এলাকায় প্রায় ৩৫০০০ পরিবারে শৌচাগার তৈরিতে সাহায্য ও চেষ্টা করে। টিউবওয়েল সংলগ্ন স্থানে নোংরা জমা জল পরিস্কার ও স্বচ্ছ অভিযান কর্মসূচি রূপায়ণে সদর্থক ভূমিকা পালন করে আসছে। সংস্থার সম্পাদক নজরুল ইসলাম জানান, তাঁর সংস্থা পুরস্কার পেয়ে খুব খুশি। দীর্ঘদিন ধরে গ্রামীণ এলাকার মানুষের জন্য সেভ ড্রাইভ সেভ লাইফ, বাল্য বিবাহ রোধের জন্য সচেতনতামূলক প্রচার, আলোচনা সভা, নিয়ে কাজকর্ম করছি ও সেটা এলাকায় বাস্তবায়িত হয়েছে। তবে এদিনের স্বচ্ছ ভারত বিশেষ অভিযান কর্মসূচি রূপায়নে জেলার বুকে প্রথম পুরস্কার পাওয়ার জন্য আমরা ভীষণ উজ্জীবিত। এই পুরস্কার প্রাপ্তিতে সংস্থার কাজকর্মে আরো প্রেরনা পাব”।

    মালদা জেলা নেহেরু যুব কেন্দ্রের কো-অর্ডিনেটর সুখেন্দু বাক বলেন, মালদা জেলায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সংস্থা ও যুবক-যুবতীরা নানা বিষয়ে অংশগ্রহণ করেছিলেন। তার মধ্যে জেলায় প্রথম স্থান অধিকার করে তাক লাগিয়ে দিয়েছে ইংলিশ বাজার গ্রাম উন্নয়ন সমিতি। তাদের হাতে মানপত্র ও স্মারক উপহার তুলে দেওয়া হয় হাওড়ার এক অনুষ্ঠানে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় ডিরেক্টর অসিত সিংহ, নবীন কুমার নায়ক প্রমুখ কর্মকর্তা।

    প্রসঙ্গত উল্লিখিত এই সংস্থার কয়েকশ প্রাথমিক সদস্যরা স্বচ্ছ ভারত প্রকল্প ছাড়াও স্বাস্থ্য শিক্ষা শিশু ও বাল্যবিবাহ নিয়ে কাজ করে থাকে।