ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া বিভিন্ন দেশের নাগরিকতারা যাতে নিরাপদে চলে যেতে পারে সেই কারণেই যুদ্ধবিরতি

নিজস্ব সংবাদদাতা : ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া। রাশিয়ার তরফ থেকে বলা হয়েছে ইউক্রেনের বিভিন্ন শহরে বিভিন্ন দেশের নাগরিক এখনো আটকে রয়েছে। তারা যাতে নিরাপদে চলে যেতে পারে সেই কারণেই যুদ্ধবিরতি ।

    ইউক্রেনের রাজধানী কিভ , খারকিভ,লিলিভ এবং আরো অন্যান্য শহরে রাশিয়া ক্রমাগত ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। ইউক্রেনের বিভিন্ন শহর রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার কারণে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের ১৪ তম দিন অতিক্রান্ত হয়েছে। ইউক্রেন এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইউক্রেনের এই বেহাল দশা দেখে ইউক্রেন প্রেসিডেন্ট রীতিমতো শোকার্ত। তিনি ভিডিও মেসেজে বলেছেন ন্যাটো কোন ভাবে রাশিয়াকে চটাতে চায়না , তিনি এই বিষয় বুঝতে পেরেছেন। সেই কারণে তিনি ন্যাটো গোষ্ঠীভুক্ত হোক ইউক্রেন সেই বিষয়ে খুব একটা উৎসাহী নন বর্তমানে।